#বারাকপুর: রবিবার শেষ দফার নির্বাচন ৷ মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে আগামী ১৯ মে ৷ ভোটগ্রহণ অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ৷ ভোটের জন্য বারাকপুর মহকুমায় বন্ধ করে দেওয়া হল ফেরি পরিষেবা ৷
ভোটে বহিরাগতদের রুখতেই এই পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন ৷ বারাকপুর মহকুমায় পুরোপুরি ফেরি পরিষেবা বন্ধ হতে চলেছে ৷ শনিবার রাত ৮টা থেকে বন্ধ থাকবে পরিষেবা ৷ আগামী রবিবার অর্থাৎ ১৯ মে রাত ৮টায় ফের শুরু হবে ফেরি পরিষেবা ৷
সপ্তম দফা ভোটগ্রহণ নিয়ে আরও কড়া হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে । আগের দফার ভোটে অশান্তির নেপথ্যে যাঁরা রয়েছেন তাঁদের নামের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন উপ-নির্বাচন কমিশনার। সপ্তম দফায় কোন অশান্তি হলে তা বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসন ও সিইও দফতরকে কড়া বার্তা উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elections 2019, Ferry service, Lok Sabha elections 2019, North 24 pargana, West Bengal Lok Sabha Elections 2019