#লালগড়: বাঘের আতঙ্ক ফিরল লালগড়ে। শনিবার লালগড়ের জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসে দুটি বাছুর। শরীরে আঁচড়, কামড়ের গভীর ক্ষত। গ্রামবাসীদের আশঙ্কা, বাঘ বা কোনও হিংস্র জন্তুর আক্রমণের শিকার হয়েছে বাছুর দুটি। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস বন দফতরের।
প্রতিদিনের মতোই জঙ্গলে গরুর পাল ছেড়ে এসেছিলেন লালগড়ের রাধানগরের বাসিন্দা অশ্মি মান্না। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ গ্রামে ফিরেও আসে গরুগুলি। ফেরেনি শুধু দুটি বাছুর। চারদিকে খোঁজ করেও কোনও লাভ হয়নি। শেষমেশ সন্ধে সাতটা নাগাদ রক্তাক্ত অবস্থায় ফেরে বাছুর দুটি।
ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকাবাসী। মাস চারেক আগে লালগড়ের বাঘঘরায় উদ্ধার হয় রয়্যাল বেঙ্গলের দেহ। এলাকাবাসীর দাবি ছিল, সেই সময় জঙ্গলে একাধিক বাঘের পায়ের ছাপ দেখেন তাঁরা। শনিবারের ঘটনা সেই জল্পনাকেই ফের উসকে দিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lalgarh, Royal Bengal Tiger