#রায়গঞ্জ: নিজের ছেলে ও মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যার করার চেষ্টা করল বাবা ৷ ঘটনায় মৃত্যু হয় ছেলের ৷ আশঙ্কাজনক অবস্থায় বাবা ও মেয়েকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ মৃত যুবকের নাম বিশ্বদেব সরকার ৷ বাবা উত্তম সরকার ও মেয়ে রিতু সরকার ৷ ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার নসিরহাট এলাকায়। জানা গিয়েছে, উত্তম সরকারের স্ত্রী গত ১ মাস আগে অন্য এক ব্যক্তির সঙ্গে দিল্লিতে চলে যায়। এই দুই সন্তানকে কিভাবে মানুষ করবে তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল উত্তম। পাশাপাশি সেই স্ত্রীর তাদেরকে ছেড়ে চলে যাওয়া মেনে নিতে না পারায় বুধবার সন্ধ্যায় উত্তমবাবু তার ছেলে ও মেয়েকে বিষ খাইয়ে পরে নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ হাসপাতালে নিয়ে গেলে ছেলেকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা । উত্তমবাবু ও তার মেয়ে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Father Tried To Commit Suicide With Son And Daughter, Poison, Suicide