#চন্দননগর: এরকম কী বাবা হতে পারে? যে মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে ৷ শুধু তাই নয়, কাউকে কিছু বললে, মেরে দেওয়ার ভয় দেখিয়ে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয় ! এ বাবা নাকি পাষন্ড ! ঘটনাটি ঘটেছে চন্দননগরে ৷
প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে গত এক বছর ধরে নিজের নাবালিকা মেয়েকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার বাবা। চন্দননগর ৩ নং মহাডাঙা কলোনির বাসিন্দা মলয় রায় পেশায় প্যান্ডেল কর্মি।তার বিরুদ্ধে গত কাল রবিবার তার স্ত্রী চন্দননগর থানায় অভিযোগ দায়ের করে।
বছর চোদ্দর নাবালিকা মেয়েকে ধর্ষন করে বাবা মলয় রায়।গত এক বছর ধরে এই কান্ড ঘটালেও ধর্ষক বাবার বিরুদ্ধে কাউকে কিছু বলতে সাহস পায়নি সে।কারন কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিত বাবা।সাহস করে রবিবার মাকে সব কথা জানায় মেয়ে।
এরপরই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় নাবালিকার মা।পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। নাবালিকা যৌন নির্যাতন বিরোধী পকসো এ্যাক্ট এএ মামলা রুজু করে পুলিশ।সোমবার মলয় রায়কে চন্দননগর আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠায় আদালত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chandan Nagar, Father, Girl, Rape