#মহিষাদল :মেয়ের খুনী তার বাবাই! মায়ের এই অভিযোগেই আদালতের নির্দেশে আজ কবর থেকে শিশু কন্যার মৃতদেহ তুলে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ, অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারও করেছে মহিষাদল থানার পুলিশ!কন্যা সন্তান খুনে অভিযুক্ত নিজের বাবাই! ঘটনাটি মহিষাদলের গাজীপুর গ্রামের।গত শুক্রবার নিজের কন্যা সন্তানকে জলে ফেলে খুন করার অভিযোগ উঠেছে গাজীপুর গ্রামের বাসিন্দা শেখ সিরাজুলের বিরুদ্ধে। এরপর স্থানীয় মানুষজন জল থেকে দেহ উদ্ধার করে কবরস্থ করে দেন। এই খবর ওই কন্যাসন্তানের মা পাওয়া মাত্রই স্থানীয় মহিষাদল থানায় তার বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। এরপরই হলদিয়া মহকুমা আদালতের নির্দেশে রবিবার সকালে কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।স্থানীয় সূত্রে খবর, গত কয়েক মাস ধরে দাম্পত্য কলহ লেগে চলেছিল গাজীপুরের বাসিন্দা শেখ সিরাজুল ও রোজিনা বিবির সঙ্গে। তাদের দুজন নাবালিকা কন্যা সন্তান রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দাম্পত্য কলহ এমন পর্যায়ে পৌঁছায় রোজিনা বিবি শ্বশুর বাড়ি ছেড়ে কয়েকদিন আগে বাপের বাড়ি নন্দীগ্রামে চলে যান। সঙ্গে নিজের বড় মেয়েকে নিয়ে যান। ছোট মেয়ে বাবার কাছে গাজীপুরে। এমন সময় গত শুক্রবার ছোট মেয়েকে জলে ফেলে খুন করার অভিযোগ তুলেছেন তার বাবার বিরুদ্ধেই। তবে পরিবারের অন্যান্য সদস্যদের দাবি জলে পড়ে মৃত্যু হয়েছে ওই কন্যা সন্তানের।এদিকে কন্যাসন্তানের মা রোজিনা বিবি মেয়ের মৃত্যুর খবর জানতে পেরে তার স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন স্থানীয় মহিষাদল থানায়। এর মধ্যেই জল থেকে মৃতদেহ উদ্ধার করে ধর্মীয় আচার বিধি মেনে কবরস্থ করে দেন স্থানীয়রা। এরপরে হলদিয়া মহাকুমা আদালতের নির্দেশে রবিবার সকালে অভিযোগের ভিত্তিতে নাবালিকার মৃতদেহ কবর থেকে তোলা হয়। রবিবার সকালে কবর থেকে তোলার সময় উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা পুলিশ সুপার তন্ময় বন্দ্যোপাধ্যায়, মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস, মহিষাদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে। রবিবার দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অভিযুক্ত শেখ সিরাজুলকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ।SUJIT BHOWMIK
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।