• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • ‘শিরায় শিরায় রক্ত-আমরা দেবদার ভক্ত’ বীরভূমের দুবরাজপুরে দেবের জন্মদিন খুব ধুম

‘শিরায় শিরায় রক্ত-আমরা দেবদার ভক্ত’ বীরভূমের দুবরাজপুরে দেবের জন্মদিন খুব ধুম

দুবরাজপুরের অভিক মিশ্র নামের ওই যুবকের উদ্যোগে এখন তৈরি হয়েছে দুবরাজপুর ফ্যানস ক্লাব।

দুবরাজপুরের অভিক মিশ্র নামের ওই যুবকের উদ্যোগে এখন তৈরি হয়েছে দুবরাজপুর ফ্যানস ক্লাব।

দুবরাজপুরের অভিক মিশ্র নামের ওই যুবকের উদ্যোগে এখন তৈরি হয়েছে দুবরাজপুর ফ্যানস ক্লাব।

  • Share this:

#বীরভূম: 'শিরায় শিরায় রক্ত, দেবদা-র ভক্ত', ঘটা করে দেবের জন্মদিন দুবরাজপুরে তারকাদের জন্মদিন মানেই আলাদা উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে তাদের অনুরাগীদের মধ্যে। যার ফলশ্রুতি হিসেবে সিনে তারকাদের জন্মদিনে সোশ্যাল মিডিয়া ভরে যায় অনুরাগীদের শুভেচ্ছা বার্তায়। তবে বীরভূমে অভিনেতা দেবের এক অনুরাগী রয়েছেন, যিনি শুধু শুভেচ্ছাবার্তা দিয়েই ক্ষান্ত থাকেন না, বরং প্রতিবছর দেবের জন্মদিনে কেক কেটে, বাজি ফাটিয়ে বন্ধুদের সাথে হৈ হুল্লোর করে দিনটিকে সেলিব্রেট করেন। যাকে তার বন্ধুরা দেবের 'অন্ধ ভক্ত' বলে থাকেন।

দুবরাজপুরের অভিক মিশ্র নামের ওই যুবকের উদ্যোগে এখন তৈরি হয়েছে দুবরাজপুর ফ্যানস ক্লাব। আর এই ফ্যানস ক্লাবের উদ্যোগেই তিন বছর ধরে একইভাবে ২৫ ডিসেম্বর দুবরাজপুরে পালন হয়ে আসছে দেবের জন্মদিন। জন্মদিন পালনের সময় কেক কাটা, মোমবাতি জালানো ছাড়াও ব্যবস্থাপনা ছিল আতশবাজি ও দেবের বেশকিছু সিনেমার হিট গান। পাশাপাশি দেবের ব্যানার পোস্টারে ভরিয়ে দেওয়া হয়েছিল এলাকা।

আর এইভাবে জন্মদিন পালনের বিষয়ে উদ্যোক্তারা জানান, ‘গত তিন বছর ধরে আমরা এইভাবে ঘটা করে পাহাড়েশ্বরে অভিনেতা দেবের জন্মদিন পালন করা শুরু করেছি। আগামী দিনেও সমানভাবে এই দিনটিকে পালন করা হবে। দেবদা এসে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক কিছু উপহার দিয়েছেন। তার থেকে আগামী দিনে আরও বেশ কিছু উপহার আমরা চাই।’

প্রসঙ্গত, অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের জন্ম ২৫ ডিসেম্বর ১৯৮২। চলতি বছর তিনি ৩৮-এ পা রাখলেন। আর এই ৩৮ তম জন্মদিন শুক্রবার ধুমধামে বীরভূমের দুবরাজপুর শহরের পাহাড়েশ্বরে পালিত হলো দেব ফ্যানস ক্লাবের উদ্যোগে। শুধু এই বছরই নয় এর আগেও অভিনেতা দেবের জন্মদিন পালন করেছেন  এরা।  তবে এবারে জাঁকজমক ছিল বেশি। তবে করোনা আবহে সদস্যরা প্রত্যেকেই ব্যবহার করেছিল মাস্ক। আনন্দের কমতি ছিল না দেবের ফ্যানদের কাছে। সবশেষে তাদের স্লোগান , ‘আসছে বছর, আবার হবে৷ ’

Supratim Das

Published by:Debalina Datta
First published: