#বারাসত: স্বামী খুনের অভিযোগে ধৃত স্ত্রী রমা চট্টরাজর ফাঁসির দাবিতে বিক্ষোভ বারাসত আদালত চত্বরে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা পুলিশ সুপারের কাছে সঠিক তদন্ত এবং উপযুক্ত শাস্তি দাবতে দ্বারস্থ হয়েছেন নিহতের বৃদ্ধ পিতা। অভিযোগের তর স্থানীয় কাউন্সিলর এর স্বামী তাপস দাস ওরফে বাপির বিরুদ্ধেও। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার অন্তর্গত শ্রীনগর ৮ নম্বর ওয়ার্ড এলাকায়।
গত ৩১ জানুয়ারি শ্রীনগর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর চট্টরাজের ছেলে জর্জ চট্টরাজের মৃতদেহ উদ্ধার হয় তাঁর ঘর থেকে। সমীর বাবুর অভিযোগ ছিল তার পুত্রবধু ছেলেকে খুন করেছে। এই ঘটনায় মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়।পুলিশ পুত্রবধূ রমা চট্টরাজ কে গ্রেফতার করে। আর তার পর থেকেই পুত্র বধূর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য নিহতের বাবাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।স্থানীয় তৃণমূল কাউন্সিলর মিরা দাসের স্বামী তাপস দাসের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন নিহতের পিতা সমীর চট্টরাজ।পৌঢ় দম্পতি এই ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। একটিমাত্র ছেলেকে হারিয়ে তারা অসহায়।স্থানীয় কাউন্সিলের স্বামীর হুমকির পর আরো আতঙ্কিত তাঁরা। তৃনমূল কাউন্ড়িসিলরের ভয়ে বাড়িতে থাকা তাঁদের পক্ষে দুস্কর হয়ে উঠেছে বলে দাবী তাঁদের।অতঙ্কিত দম্পতির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামী হুমকি দিয়ে যাচ্ছে মামলা তুলে না নিলে জেলে ঢুকিয়ে দেবেন। পাশাপাশি এলাকায় থাকতেও দেবেন না। মধ্যমগ্রাম থানার পুলিশকেও বিষয়টি জানান তারা।পুলিশ কোনরকম পদক্ষেপ নেয়নি বলে তাদের অভিযোগ । মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে সহায়তা না পেয়ে আজ বারাসাত জেলা পুলিশ সুপারের দারস্থ হন তাঁরা।জেলা পুলিশ সুপারের অফিসে মৃত ছেলের ছবি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন তাঁরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা পুলিশ সুপারের কাছে সঠিক তদন্তের দাবিতে তারা আবেদন জানান এদিন। আর অভিযুক্ত কাউন্সিলরের স্বামী তাপস দাসের দাবী সম্পূর্ন মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে।বরং জর্জের মৃত্যুর পর পরিবারের পাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি।
RAJARSHI Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime, Mamata Banerjee