হোম /খবর /দক্ষিণবঙ্গ /
‘একঘরে’ করোনা আক্রান্তের পরিবার পাশে দাঁড়াল পঞ্চায়েত

‘একঘরে’ করোনা আক্রান্তের পরিবার পাশে দাঁড়াল পঞ্চায়েত

অভিযোগ, করোনা রোগীর পরিবারকে হুমকি দেওয়া হয়৷ রটিয়ে দেওয়া হয়, পরিবারের বাকিরাও কোভিড পজিটিভ৷

  • Last Updated :
  • Share this:

#সিঙ্গুর: একঘরে' কোভিড পজিটিভ৷ বন্ধ হয়েছিল চাষ৷ পাশে দাঁড়াল পঞ্চায়েত৷ রোগের সঙ্গে নয়। রোগীর সঙ্গে লড়াই। বলছেন সবাই। শুনছে কে? সিঙ্গুরের আথালিয়ার বাসিন্দা নবকুমার পুলে। কোভিড পজিটিভ হওয়ায় ভরতি হন শ্রীরামপুরের শ্রমজীবি হাসপাতালে। আর পরিবারের উপর শুরু হয়, মানসিক নির্যাতন।

অভিযোগ, করোনা রোগীর পরিবারকে হুমকি দেওয়া হয়৷ রটিয়ে দেওয়া হয়, পরিবারের বাকিরাও কোভিড পজিটিভ৷ পরিজনেদের ছবি আপলোড করা হয় সোশাল সাইটে৷ জমিতে চাষ বন্ধ, বাড়ি ভেঙে ফেলার হুমকি৷ আতঙ্কে দিন কাটছিল করোনা রোগীর পরিবারের৷ চাষের মরসুম। তবুও, জমিতে যাওয়ার জো নেই। পঞ্চায়েতের দ্বারস্থ হয় করোনা আক্রান্তের পরিবার। সিঙ্গুর দু'নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দাঁড়িয়ে থেকে চাষের ব্যবস্থা করলেন। রোপণ করা হল ধানের চারা।

পায়ের তলায় জমি ফিরেছে। পঞ্চায়েতের পদক্ষেপে স্বস্তি ফিরেছে কৃষক পরিবারে।

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, COVID19