#ফলতা: শিশুপাচারে নাম জড়িয়েছে ফলতার জীবনদীপ নার্সিংহোমের। সোমবার নার্সিংহোমের চূড়ান্ত অব্যবস্থার ছবি ধরা পড়ল। অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হত শিশুদের। নার্সিংহোম থেকে মিলেছে মদের বোতলও। জেলাশাসকের নির্দেশে সিল করা হল নার্সিংহোমের কিছুটা অংশ।
ফলতায় জীবনদীপ নার্সিংহোমের শিশুপাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতেই পুলিশ গ্রেফতার করে আয়া সাবিত্রী বৈদ্যও তার স্বামী শ্যামলকে। সোমবার জীবনদীপ নার্সিংহোম সিল করার িনর্দেশ দেন জেলাশাসক। এদিন নার্সিংহোমে যান প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা।
ওটি, ওয়ার্ডগুলি সিল করে দেওয়া হয়৷ স্বাস্থ্য দফতরের অনুমতি ছাড়াই নার্সিংহোম চলত ৷ জাল নথি বাজেয়াপ্ত করা হয় ৷
নার্সিংহোমে গিয়ে চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ চোখে পড়ে স্বাস্থ্য ও প্রশাসনিক কর্তাদের। বেডের পাশে মিলেছে মদের বোতলও। নার্সিংহোম চত্বরে থাকেন ধৃত মালিক প্রবীর খাঁ-র মা। ছেলে ও স্বামীকে ফাঁসানো হয়েছে,এমনটাই দাবি তাঁর।