বাঁকুড়া: চড়া দ্রব্যমূল্যের বাজারে ভাতের সঙ্গে আর কিছু জুটুক বা না জুটুক, একটু নুন তো লাগবেই। আর সেই নুনেও এবার ভেজালের রমরমা। নামী ব্র্যান্ডের অবিকল নকল মোড়কে ভরে দেদার বিকোচ্ছিল অতি নিম্ন মানের নুন। শেষ পর্যন্ত পুলিশের সহায়তা নিয়ে ওই নামী সংস্থা নিযুক্ত বেসরকারী তদন্তকারী আধিকারিকরা একের পর এক গুদামে হানা দিয়ে উদ্ধার করল নকল ব্র্যান্ড ব্যবহার করে মজুত করে রাখা বিপুল পরিমান নুন। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ময়রাপুকুর ও ঝাপড় মোড় এলাকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে বিষ্ণুপুর শহরের বিভিন্ন বাজারে নকল নুনের রমরমা চোখে পড়েছিল দেশের একটি নুন প্রস্তুতকারী সংস্থার। সংস্থাটি লক্ষ করে তাদের প্যাকেটের অবিকল নকল করে অপেক্ষাকৃত অনেক নিম্ন মানের নুন বাজারে ছড়িয়ে দিয়ে মুনাফা ঘরে তুলছে এক শ্রেণির অসাধু কারবারী।
আরও পড়ুন: সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানই চিন্তার কারণ! আবহাওয়ার বড় আপডেট
বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে ওই নামী সংস্থা। নকল ব্র্যান্ড ব্যবহার করে নুন মজুতকারী ও তা বাজারে সরবরাহকারীদের শনাক্ত করতে নিয়োগ করা হয় একটি বেসরকারী তদন্তকারী সংস্থাকে। ওই তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তদন্ত করে জানতে পারে বিষ্ণুপুরের ময়রাপুকুর ও ঝাপড় মোড় এলাকার পাঁচটি গুদামে ওই নুন মজুত করা হচ্ছে। এরপরই বাঁকুড়া জেলা পুলিশের সহায়তা নিয়ে শনিবার রাতে সংস্থা নিযুক্ত তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেন ওই গুদামগুলিতে।
আরও পড়ুন: অন্যের নিয়োগপত্রে ছেলের চাকরি, প্রধান শিক্ষকের বাড়িতে CID হানা! তারপরই যা ঘটল...
গুদামগুলি থেকে বিপুল পরিমাণ নুন উদ্ধার করা হয়। মজুতকারী পাঁচ জন ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয় বিষ্ণুপুর থানায়। নামী সংস্থা নিযুক্ত তদন্তকারী আধিকারিকদের দাবি, নামী ব্র্যান্ডের অবিকল নকল প্যাকেটে ট্রেডমার্ক বিহীন নিম্ন মানের নুন বিক্রি ও সরবরাহ করার অভিযোগ জানানো হয়েছে ওই পাঁচ জনের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যবসায়ীদের দাবি, ট্রেড মার্ক বিহীন ওই নুন বিক্রি বা মজুত করা বেআইনি, তা তাঁরা জানতেন না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news, Salt, West Bengal news