• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • নামী সংস্থার বস্তায় রমরমিয়ে চলছিল ভেজাল সিমেন্টের কারবার

নামী সংস্থার বস্তায় রমরমিয়ে চলছিল ভেজাল সিমেন্টের কারবার

 • Share this:

  হাওড়া: নিউজ এইটিন বাংলায় এবার ভেজাল সিমেন্ট কারখানার পর্দাফাঁস। হাওড়ার বি গার্ডেন থানা এলাকার শালিমারে চলছিল ওই কারখানা। মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট কম দামে কিনে সেখানে মজুত করা হত। জমাটবাঁধা সিমেন্ট গুঁড়ো করে মেশানো হত নানা রাসায়নিক ও গঙ্গামাটি। নামী, দামি সংস্থার বস্তায় ভরে বিক্রি হত ওই ভেজাল সিমেন্ট।

  -- মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট কম দামে কিনে আনা হত কারখানায় -- জমাটবাঁধা সিমেন্ট গুঁড়ো করতেন শ্রমিকরা -- সিমেন্টের গুঁড়োয় মেশানো হত (নানা ধরনের) রাসায়নিক ও গঙ্গামাটি -- তারপর এই ভেজাল সিমেন্ট(ই) নামী, দামি সংস্থার বস্তায় ভরে বিক্রি হত বাজারে

  ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

  মঙ্গলবার নিউজ এইটিন বাংলার ক্যামেরা দেখেই চম্পট দেয় কারখানার বেশিরভাগ শ্রমিক। ঘটনাস্থলে পৌঁছয় বি গার্ডেন থানার পুলিশও। কয়েকজন শ্রমিককে আটক করে তারা। সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা মহম্মদ আজগর এই কারখানা চালায়। নূর আলম ও জাহিদ খান নামে এলাকারই দুই যুবক তার পার্টনার। তাদের তিনজনের খোঁজেই তল্লাশি চালাচ্ছে পুলিশ।

  First published: