মহিষাদল: নিজের বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। শিশু কন্যাসহ স্ত্রীকে হত্যা করল এক যুবক। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদল থানার অন্তর্গত চক গাজীপুর গ্রামে।
বৌদির সঙ্গে সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। তবে শেষ পর্যন্ত স্ত্রী ও কন্যাসন্তানকে হত্যা করবে ভাবতে পারিনি ওই যুবকের শ্বশুরবাড়ির লোকজন। ওই গৃহবধূ ও তার কন্যা সন্তানের মৃত্যুর পর প্রতিবেশী খবর পেয়ে স্বামীকে বেধড়ক মারধর শুরু করে। কোনও ক্রমে উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুকের বছর ২৩ এর এক যুবতীর সঙ্গে ২ বছর আগে বিয়ে হয় মহিষাদলের লক্ষা ১ নম্বর গ্রামের চক গাজীপুরের বাসিন্দা শেখ সলমনের। সাত মাসের এক কন্যা সন্তান রয়েছে তাঁদের।
মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোন যায় মেয়ের বাবা মঈনুদ্দিন আলির কাছে। তাঁকে বলা হয় কন্যা সন্তান সহ আত্মহত্যা করেছেন তাঁর মেয়ে। খবর পেয়েই ছুটে যান ওই যুবতীর বাবা ও পরিবারের লোকজন। গিয়ে দেখেন, কন্যাসন্তান সহ মেয়ের মৃতদেহ শোয়ানো রয়েছে।
আরও পড়ুন-
ভারতে এসে হুগলি নদীতে ট্রলার ডুবি! অবশেষে দেশে ফিরলেন ৯ বাংলাদেশি মৎসজীবীমৃতার বাবা মইনুদ্দিন আলির অভিযোগ, তাঁর জামাইয়ের সঙ্গে তাঁর বউদির অবৈধ সম্পর্ক ছিল। সে কথা তাঁর মেয়ে জানতে পেরে যাওয়াতেই তাঁর মেয়েকে খুন হতে হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ওই অবৈধ সম্পর্কের কথা তাঁরা কিছুদিন আগেই জানতে পেরেছেন।
মৃতার বাবা বলেন, ‘বৌদির সঙ্গে সম্পর্ক নিয়ে অশান্তি চলছিল অনেক দিন ধরেই। কিন্তু সেই সম্পর্কের জেরে তাঁর মেয়ে ও নাতনির এই ভয়ংকর পরিণতি হবে ভাবতে পারেননি।
আরও পড়ুন- একটি সুটকেস ও ব্যাগ, ভিতরে কী? জানতে গিয়ে হুলস্থুল পানাগড়ে, চোখ কপালে পুলিশের
মহিষাদল থানার পুলিশ মৃতার স্বামী সহ দুজনকে গ্রেফতার করেছে বলেই খবর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ছুটে যান এলাকাবাসী। গণধোলাই দেওয়া হয় অভিযুক্তকে। উদ্ধার করতে হিমশিম খেতে হয় পুলিশকে।
মৃতার বাবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগে ভিত্তিতে মহিষাদল থানার পুলিশ মৃতার স্বামী সহ আরেকজনকে আটক করেছে। নিজের বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কের জরুরি প্রাণ গেল এক কন্যা সন্তান ও গৃহবধূর।
Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Extra Marital Affair, Murder