corona virus btn
corona virus btn
Loading

স্ত্রী-ভাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক, প্রতিহংসায় ভাইকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করল দাদা

স্ত্রী-ভাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক, প্রতিহংসায় ভাইকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করল দাদা

Own Story

  • Share this:

Pranab Kumar Banerjee

#মূর্শিদাবাদ: বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক । আর তার জেরেই  দাদার হাতে ভাই খুন। মৃতের নাম জামাল শেখ। সোমবার বাড়ির ছাদে বসে ছিলেন জামাল শেখ ৷ সেই সময় বারিক শেখ ভোজালি দিয়ে কোপ মারে ভাইকে। গুরুতর আহত অবস্থায় জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে সেখানেই মারা যান জামাল শেখ।

অভিযোগ, বৌদির সঙ্গে জামাল শেখের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বৌদিকে নিয়ে কিছুদিন আগেই পালিয়ে যায় জামাল। কয়েকদিন পর পরিবারের চাপে দুজনেই ফিরে আসে। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে গন্ডগোল চলছিল। তার জেরেই খুন বলে স্থানীয়দের অভিযোগ। অভিযুক্ত দাদা বারিক শেখকে সুতি থানার পুলিশ গ্রেফতার করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতির গাজীপুরে।

মৃতের মা আঙ্কারা বিবি বলেন, সকালেই দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়।  ভোজালির আঘাতে গুরুতর জখম হন জামাল শেখ। গুরুতর আহত অবস্থায় জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় জামালকে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করলে রাস্তাতেই মারা যান জামাল। গাজীপুরের পঞ্চায়েত সদস্য আজমল শেখ জানান দুই পরিবারের বচসার জেরেই এই খুন৷

Published by: Simli Raha
First published: January 21, 2020, 6:37 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर