হোম /খবর /দক্ষিণবঙ্গ /
লোকালের আকালে মর্জিমতো বাস ভাড়া? ক্ষুব্ধ যাত্রীরা যা করলেন, ভাবতে পারবেন না!

Bangla News: লোকালের আকালে মর্জিমতো বাস ভাড়া? ক্ষুব্ধ যাত্রীরা যা করলেন, ভাবতে পারবেন না!

জাতীয় সড়ক অবরোধ

জাতীয় সড়ক অবরোধ

Bangla News: মর্জিমতো বাস ভাড়ার অভিযোগ, কোলাঘাটে জাতীয় সড়ক অবরোধ যাত্রীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁদের ঘিরেও ক্ষোভ বিক্ষোভ দেখায় যাত্রীরা!

  • Last Updated :
  • Share this:

#কোলাঘাট: চলছে না লোকাল ট্রেন। চললেও রাস্তায় বাসের সংখ্যা অপর্যাপ্ত। আর সেই সুযোগ নিয়েই বাস ভাড়া অনেক বেশি নেওয়া হচ্ছে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করলেন যাত্রীরা। আর যাত্রীদের বিক্ষোভ ঘিরে কোলাঘাটে তুমুল উত্তেজনা ছড়াল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁদের ঘিরেও ক্ষোভ বিক্ষোভ দেখায় যাত্রীরা!

সপ্তাহের প্রথম কাজের দিনে ৬ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ পথ অবরোধ চলায় কোলাঘাটে বন্ধ হয়ে যায় যান চলাচল। যাত্রীদের অভিযোগ, লোকাল ট্রেন না চলায় অতিরিক্ত বাসের ভাড়া নেওয়া হচ্ছে। এমনিতে পর্যাপ্ত বাস চলাচল না করায় সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। সঙ্গে ভাড়া বাড়তি নেওয়ায় সেই সমস্যা দ্বিগুণ হয়েছে। যা নিয়ে পুলিশ প্রশাসন নিশ্চুপ বলেও অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।

প্রতিবাদে আজ কোলাঘাটে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় নিত্যযাত্রীরা। দীর্ঘ সময় ধরেই চলে অবরোধ। যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। জনতাকে হঠিয়ে দিয়ে শেষমেশ যান চলাচল শুরু করেছে পুলিশ।

কোলাঘাট থানার পুলিশ দুজন অবরোধকারীকে আটক করেছে বলে জানা গিয়েছে। এদিকে, অবরোধ উঠলেও দীর্ঘ সময় ধরে অবরোধ চলার কারণে কলকাতা এবং খড়্গপুর, মেদিনীপুরমুখী গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের মূল অভিযোগ, লোকাল ট্রেন বন্ধ থাকায় নাজেহাল হচ্ছেন নিত্যযাত্রীরা। এর মধ্যে আবার বিভিন্ন বাস প্রকৃত ভাড়ার বদলে অতিরিক্ত ভাড়া নিচ্ছে।

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News