হোম /খবর /দক্ষিণবঙ্গ /
তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি-র এই নেতা? মন্ত্রীর সঙ্গে ছবি ভাইরাল, তুমুল জল্পনা

Purba Bardhaman news: তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি-র এই নেতা? মন্ত্রীর সঙ্গে ভাইরাল ছবিকে ঘিরে জল্পনা তুঙ্গে

মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে বিজেপি নেতা শ্যামলে রায়ের এই ছবিই ভাইরাল হয়েছে৷

মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে বিজেপি নেতা শ্যামলে রায়ের এই ছবিই ভাইরাল হয়েছে৷

গত সোমবার বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা- র বিরুদ্ধে একরকম জেহাদ ঘোষণা করেই দলের জেলা সহসভাপতির পদ ছাড়েন শ্যামল রায়।

  • Local18
  • Last Updated :
  • Share this:

বর্ধমান: তৃণমূল কংগ্রেসের যোগ দিচ্ছেন সদ্য বিজেপির সহ-সভাপতির পদ ছাড়া দাপুটে নেতা শ্যামল রায়?

সামাজিক মাধ্যমে তাঁর একটি ছবি এই জল্পনা উস্কে দিয়েছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। ওই ছবি এখন দলের নেতাকর্মীদের হাতে হাতে ঘুরছে। যদিও এখনই নতুন দলে যোগ দেওয়ার বিষয়ে তিনি কোনও ভাবনা-চিন্তা করেননি বলে জানিয়েছেন বিজেপি থেকে বহিষ্কৃত শ্যামল রায়। কিন্তু ভাইরাল হওয়া ওই ছবি তে কি এমন রয়েছে যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে?

আরও পড়ুন: 'মোদি' পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য! খারিজ হয়ে যেতে পারে রাহুল গান্ধির সাংসদ পদ, আপাতত যাবেন না সংসদে

গত সোমবার বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা- র বিরুদ্ধে একরকম জেহাদ ঘোষণা করেই দলের জেলা সহসভাপতির পদ ছাড়েন শ্যামল রায়। তিনি বলেন, 'জেলা সভাপতি অযোগ্য।তিনি দল চালাতে পারছেন না। আমাদের মতো পুরনো দিনের কর্মীদের কোনও রকম সম্মান দিচ্ছেন না। দলের অসম্পদ বলে আমাদের চিহ্নিত করে দেওয়া হয়েছে। দলে আমরা কোনও কাজ করতে পারছি না। দলে নিজেদের ব্রাত্য মনে করছি। তাই এই পদ ছাড়ার সিদ্ধান্ত।'

দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে  বুধবার তাঁকে বহিষ্কার করে বিজেপি। তার পরেই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের প্রভাবশালী নেতা তথা প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে রয়েছেন তিনি। একথাও বলা হচ্ছে, সোমবার পদত্যাগ পত্র জমা দেওয়ার পরেই মঙ্গলবার কলকাতায় মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে দেখা করেন শ্যামল। তাঁর সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে শ্যামলের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনার কথা।অনেকে তাঁকে ফোন করে এ বিষয়ে শুভেচ্ছাও জানাচ্ছেন।

আরও পড়ুন: ফের কংগ্রেসের পালে হাওয়া, তৃণমূলে বড় ভাঙন! অন্য পথের সন্ধান দিচ্ছে মুর্শিদাবাদ?

এ বিষয়ে বৃহস্পতিবার শ্যামল রায় বলেন, 'ওই ছবি আমারই। তবে তা মঙ্গলবার তোলা নয়। এই ছবি ২০১৯ সালের অক্টোবর মাসের। সে সময় আমি একটি পুজো কমিটির দায়িত্বে ছিলাম। সেই পুজোর উদ্বোধনের জন্য সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার পাশাপাশি জেলার মন্ত্রী হিসেবে স্বপন দেবনাথকেও আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। সেই সময় ওই ছবি তোলা হয়েছিল। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই  কেউ কেউ এই সময় এই ছবি ভাইরাল করে দিয়েছে।'

তিনি বলেন, আপাতত বিজেপিতেই আছি।নেতার সঙ্গে নয়, নীতির সঙ্গে রয়েছি। আশা করছি, দলের রাজ্য নেতৃত্ব আমার বক্তব্যের পুনর্মূল্যায়ণ করবেন।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Purba bardhaman, TMC