• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • পানাগড়ের নতুন কারখানায় দিনে সাত হাজার টন সিমেন্ট তৈরি হবে

পানাগড়ের নতুন কারখানায় দিনে সাত হাজার টন সিমেন্ট তৈরি হবে

সিমেন্ট উৎপাদন আরও বাড়াতে পানাগড়ের নতুন সিমেন্ট কারখানায় উৎপাদন শুরু করল ইমামি ৷

সিমেন্ট উৎপাদন আরও বাড়াতে পানাগড়ের নতুন সিমেন্ট কারখানায় উৎপাদন শুরু করল ইমামি ৷

সিমেন্ট উৎপাদন আরও বাড়াতে পানাগড়ের নতুন সিমেন্ট কারখানায় উৎপাদন শুরু করল ইমামি ৷

 • Share this:

  #পানাগড়: সিমেন্ট উৎপাদন আরও বাড়াতে পানাগড়ের নতুন সিমেন্ট কারখানায় উৎপাদন শুরু করল ইমামি ৷ সংস্থার দাবি, বছরে এখানে প্রায় ২০ লক্ষ টন সিমেন্ট উৎপাদন হবে ৷ নতুন এই সিমেন্ট কারখানা তৈরিতে সংস্থার খরচ হয়েছে ৭০০ কোটি টাকা ৷

  পানাগড়ের এই কারখানায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ৫০০ জন শ্রমিকের কর্মসংস্থান হবে ৷ ছত্তীশগঢ়ে ইমামির নিজস্ব চুনাপাথরের কারখানা থেকেই কাঁচামাল সরবরাহ করা হবে পানাগড়ে ৷ ইমামির তৈরি সিমেন্ট ব্র্যান্ডের নাম ‘ডাবল বুল’ ৷ OPC (Ordinary Portland Cement), PPC (Portland Pozzolana Cement) এবং PSC (Portland Slag Cement) সিমেন্ট তৈরি হবে এই কারখানায় ৷ এই সিমেন্টের সরবরাহ আপাতত পূর্ব-ভারতেই সীমাবদ্ধ রাখছে সংস্থা ৷ গত বছর ফেব্রুয়ারিতে শিলান্যাস হওয়া এই কারখানা এখন সম্পূর্ণভাবে তৈরি  ৷ দিনে সাত হাজার টনের মতো সিমেন্ট তৈরির ক্ষমতা রাখে এই কারখানা ৷

  First published: