#বাকড়া: খাবারের সন্ধানে সাত সকালেই লোকালয়ে প্রবেশ গজরাজের। ঘুম থেকে উঠেই বাড়ির বাইরে দাঁতালটিকে দেখে পিলে চমকে যাওয়ার মত অবস্থা গ্রামবাসীদের! আতঙ্ক ছড়ালো গ্রামবাসীদের মধ্যে। বৃহস্পতিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে সাঁকরাইল ব্লকের বাকড়া গ্ৰামে। জঙ্গলে খাবারের অকাল, ক্ষেতেও তেমন কোনও ফসল নেই। খাবারের সন্ধানে গজরাজ তাই জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে।
বাকড়া গ্ৰামে হাতি ঢুকে এদিক ওদিক ছুটে বেড়ানোয় হইচই শুরু হয়। বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচলও বন্ধ হয়ে যায়। জানা গেছে, এদিন দলছুট দাঁতালটি খাদ্যের সন্ধানে বাকড়া বাজারে তাণ্ডব চালায়৷ বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করে। হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। প্রাণভয়ে রীতিমতো ছোটাছুটি করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। দাঁতালটিকে গ্রামবাসী ও বনকর্মীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করতে থাকেন।
বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তায় রোডমার্চ করার পর অবশেষে জঙ্গলে ফিরে যায় হাতিটি। গ্রামবাসীরা বলেন, এই এলাকায় আরও বেশকিছু হাতি রয়েছে। তবে এদিন এই দলছুট দাঁতালটি খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল। শেষমেশ হাতিটি জঙ্গলে ফিরে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচেন গ্রামবাসীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant, South bengal news