• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • অধীর সাম্রাজ্যে ভাঙ্গনের আশঙ্কা !

অধীর সাম্রাজ্যে ভাঙ্গনের আশঙ্কা !

অধীর গড়েই জোটে জট। মুর্শিদাবাদের ২২টা আসনের ১০টাতেই সম্মুখ সমরে বাম ও কংগ্রেস। জেলায় রাজ্যে শরিকদের মধ্যে দফায় দফায় আলোচনার পরও ৬ আসনে প্রার্থী রেখেছে শরিকরা। তেমনি বাকি ৪টি আসনে কংগ্রেসের সম্মুখ সমরে খোদ সিপিএম।

অধীর গড়েই জোটে জট। মুর্শিদাবাদের ২২টা আসনের ১০টাতেই সম্মুখ সমরে বাম ও কংগ্রেস। জেলায় রাজ্যে শরিকদের মধ্যে দফায় দফায় আলোচনার পরও ৬ আসনে প্রার্থী রেখেছে শরিকরা। তেমনি বাকি ৪টি আসনে কংগ্রেসের সম্মুখ সমরে খোদ সিপিএম।

অধীর গড়েই জোটে জট। মুর্শিদাবাদের ২২টা আসনের ১০টাতেই সম্মুখ সমরে বাম ও কংগ্রেস। জেলায় রাজ্যে শরিকদের মধ্যে দফায় দফায় আলোচনার পরও ৬ আসনে প্রার্থী রেখেছে শরিকরা। তেমনি বাকি ৪টি আসনে কংগ্রেসের সম্মুখ সমরে খোদ সিপিএম।

 • ETV
 • Last Updated :
 • Share this:

  #মুর্শিদাবাদ: অধীর গড়েই জোটে জট। মুর্শিদাবাদের ২২টা আসনের ১০টাতেই সম্মুখ সমরে বাম ও কংগ্রেস। জেলায় রাজ্যে শরিকদের মধ্যে দফায় দফায় আলোচনার পরও ৬ আসনে প্রার্থী রেখেছে শরিকরা। তেমনি বাকি ৪টি আসনে কংগ্রেসের সম্মুখ সমরে খোদ সিপিএম। কংগ্রেস সভাপতির দাবি মুর্শিদাবাদ তাঁদের গড়। জোট সঙ্গী বামেরা পেতে পারে বড়জোর ৪টি আসন। বামেদের দাবি, মুর্শিদাবাদে বাম-কংগ্রেস সমান সমান। ফলে অন্তত ৫০ শতাংশ আসন চাই। এই প্রশ্নের সমাধান হল না। অথচ সামনেই ভোট। অতএব বাইশ আসনের ১০ আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই বামফ্রন্ট আর কংগ্রেসের। ২০১১ নির্বাচনে মুর্শিদাবাদে বাইশে সাতটা আসন পেয়েছিল বামফ্রন্ট। ১৫টা আসন গেছিল কংগ্রেস-তৃণমূল জোটের দখলে। যার মধ্যে মাত্র একটা আসন পেয়েছিল তৃণমূল। বাকি ১৪ টা কংগ্রেসের।২০১৪র লোকসভা নির্বাচনে ৬টি আসনে এগিয়ে থাকে বামফ্রন্ট দখলে, ১৫টায় কংগ্রেস, ১টায় তৃণমূল কংগ্রেস। সুতি,রঘুনাথগঞ্জ,বড়ঞা,ভরতপুর কেন্দ্রে কংগ্রেসের লড়াই হচ্ছে আরএসপির সঙ্গে। জঙ্গিপুর,সাগরদীঘি, হরিহরপাড়া ও ডোমকলে কংগ্রেসের লড়াই হচ্ছে সরাসরি সিপিএমের সঙ্গে। মুর্শিদাবাদে কংগ্রেসের লড়াই ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে। তবে সিপিএমকে নবগ্রামের সিট ছাড়ায় ক্ষোভ আছে নিচু তলার কংগ্রেস কর্মীদের মধ্যে। কটাক্ষের সুযোগ ছাড়েনি তৃনমূলও। তাদের দাবি বাম কংগ্রেসের লড়াই আসলে “মক ফাইট”। নকল লড়াই। তবে এই কটাক্ষ প্রকারন্তরে মেনেও নিচ্ছেন বাম কংগ্রেস নেতারাও। কারণ তারা বিলক্ষণ জানেন নিজেদের মধ্যে লড়াই করেই দুই দলের বাড় বৃদ্ধি মুর্শিদাবাদে। তাই অনেক ক্ষেত্রেই অপেক্ষাকৃত কমজোরি প্রার্থী দিয়ে ভোট ভাগের “সেফটি ভালভ অন” রাখছে বাম-কংগ্রেস দুই দলই জোট নিয়ে বাম কংগ্রেসের নতুন রসায়ন। মুর্শিদাবাদ তার অন্য রকম পরীক্ষাগার। বলছেন জোট নেতারা। কিছুটা হলেও উৎসাহিত তৃণমূল কারণ মুর্শিদাবাদের মানুষ কিন্তু বলছেন অন্য কথা। জোট গড়েই জট।এই সুযোগে মুর্শিদাবাদ জেলায় অধীর সাম্রাজ্যে ভাঙ্গন ধরানোই শাসক দলের চেষ্টা। রিপোর্ট-বিশ্বজিত সাহা

  First published: