#কলকাতা: বিক্ষিপ্ত সংঘর্ষের মাঝেই রাজ্যের বেশির ভাগ জায়গায় ভোট হল প্রায় নির্বিঘ্নেই। বিক্ষিপ্ত অশান্তির মাঝে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়িসহ অধিকাংশ জেলায় প্রায় নির্বিঘ্নেই ভোট হল। এমনকী, উত্তরবঙ্গে বৃষ্টি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন ভোটাররা ৷ মঙ্গলবার ভোট পরবর্তী স্ক্রুটিনির দিন স্থির হয়েছে ৷ দু’দফায় স্ক্রুটিনি করবে কমিশন ৷ প্রথমে 'অভিযুক্ত' বুথ তালিকাভুক্ত করবে কমিশন ৷ সেই তালিকা অনুযায়ী স্ক্রুটিনি হবে ৷ স্ক্রুটিনির ভিত্তিতে ফের ভোটের সিদ্ধান্ত নেওয়া হবে ৷ নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর মিলেছে ৷
অপরদিকে, রাজ্যে একদফায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করলেন রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইনশৃঙ্খলা ৷ মোটের ওপর গতকাল পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে দাবি করেন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election Commission, Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, Scrutiny, South Bengal Panchayat Election 2018, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮