#EgiyeBangla: রাজ্য সড়কের ধারে সরকারি উদ্যোগে তৈরি হয়েছে পান্থনিবাস, লাভবান হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা– News18 Bengali

#EgiyeBangla: রাজ্য সড়কের ধারে সরকারি উদ্যোগে তৈরি হয়েছে পান্থনিবাস, লাভবান হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

News18 Bangla
Updated:Feb 11, 2019 11:37 AM IST
#EgiyeBangla: রাজ্য সড়কের ধারে সরকারি উদ্যোগে তৈরি হয়েছে পান্থনিবাস, লাভবান হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
News18 Bangla
Updated:Feb 11, 2019 11:37 AM IST

#মুর্শিদাবাদ:  শুধু ঘরের কাজে আটকে না থেকে মহিলারাও হবেন স্বনির্ভর। সেই লক্ষ্যেই মহিলাদের বিভিন্নভাবে সাহায্য করেছে রাজ্য সরকার। মুর্শিদাবাদের ডোমকলে জলঙ্গি রাজ্য সড়কের ধারে তৈরি হয়েছে পথ সাথী। থাকা ও খাওয়ার সুবিধা পাচ্ছেন পথচলতিরা। আর পথসাথীতে রান্নাবান্না করছেন মহিলারা। আয় বাড়ছে তাঁদের সংসারে।

আরও পড়ুন: অন্ধ্রকে বিশেষ মর্যাদা দাবি, আজ দিনভর অনশনে মুখ্যমন্ত্রী চন্দ্র‌বাবু

মুর্শিদাবাদের ডোমকলে জলঙ্গি রাজ্য সড়কের ধারে সরকারি উদ্যোগে তৈরি হয়েছে পান্থনিবাস। নাম পথসাথী। পথচলতি মানুষের মনোরম পরিবেশে থাকা ও খাওয়ার ব্যবস্থা করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। দু'বছর আগে শুরু হওয়া এই পান্থনিবাসে কম খরচেই মিলছে বিভিন্ন খাবার। আর রান্না-বান্নার দায়িত্বে মহিলারা। রান্না ছাড়াও পথসাথীর দেখভালের দায়িত্বেও আছেন তাঁরা। বাইরে থেকে কিনতে হচ্ছে না বেগুন, আলু, টমেটো, শিম-সহ বিভিন্ন সব্জি। পথসাথীর বাইরের বাগানে সবজিও ফলাচ্ছেন মহিলারা। রান্নায় লাগছে সেই সব্জিই।

আরও পড়ুন: অনেকটা নামল পারদ! শীত আর কত দিন? আবহাওয়া অফিস যা জানাচ্ছে...

পথসাথীতে স্বনির্ভর মহিলারা

-------------------------

Loading...

- স্বনির্ভর গোষ্ঠীর ২২ মহিলা পথসাথীতে কাজ করছেন

- অর্ডার অনুযায়ী ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, চাউমিন-সহ বিভিন্ন পদ রাঁধছেন মহিলারা

- পরিবেশনের দায়িত্বেও মহিলারা

- মহিলাদের সংসারে আয় বাড়ছে

পথসাথী চালু হওয়ায় লাভবান হয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। রাজ্য সরকারের এই প্রকল্পকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

First published: 11:37:04 AM Feb 11, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर