• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • #EgiyeBangla: রাজ্য সরকারের উদ্যোগে বোলপুর পেয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল, বিনামূল্যেই মিলছে বিভিন্ন পরিষেবা

#EgiyeBangla: রাজ্য সরকারের উদ্যোগে বোলপুর পেয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল, বিনামূল্যেই মিলছে বিভিন্ন পরিষেবা

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

 • Share this:

  #বোলপুর: বোলপুর মহকুমা হাসপাতালের পরিষেবা নিয়ে বিস্তর ক্ষোভ ছিল। ২০১১ সালের আগে এই হাসপাতাল মানেই ছিল অন্যত্র রেফার। এখন অবশ্য অন্য হাসপাতালে ছুটতে হয় না রোগীদের । রাজ্য সরকারের উদ্যোগে বোলপুর পেয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। পরিষেবা উন্নত হয়েছে। চেহারাও হয়েছে ঝকঝকে।

  আরও পড়ুন: শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক, ইসলামপুরে ছাত্র সংঘর্ষে নিহত আরও ১

  বোলপুর মহকুমা হাসপাতালের আরেক নাম সিয়ান হাসপাতাল। ২০১১ সালের আগে হাসপাতালে চিকিৎসা পরিষেবায় অখুশি ছিলেন রোগী ও পরিজনেরা। হাসপাতালের রোগীদের হয় বর্ধমানে নয়তো কলকাতায় রেফার করতে বাধ্য হতেন চিকিৎসকরা। আধুনিক পরিষেবা না পেয়ে রোগীদেরও অন্যত্র যেতে হত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন হাসপাতালের উন্নয়নে উদ্যোগী হন। বাদ যায়নি বোলপুর মহকুমা হাসপাতালও। পুরনো বিল্ডিংয়ের পাশে তৈরি হয়েছে নতুন একটি পাঁচতলা বিল্ডিং। হাসপাতাল হয়েছে সুপার স্পেশালিটি।

  আরও পড়ুন: সময় বাঁচাতে নিজের গাড়ি ছেড়ে মেট্রোয় চাপলেন প্রধানমন্ত্রী

  একতলায় তৈরি হয়েছে এমারজেন্সি বিভাগ। দোতলায় অপারেশন থিয়েটার ও আইসিইউ। তিন তলায় েমল ওয়ার্ড ও চারতলায় মেল ওয়ার্ড। লিফট, সেন্ট্রাল এসি, ন্যায্য মূল্যের ওষুধের দোকান। ডায়ালিসিস ও প্যাথলজি পরিষেবাও মিলছে বিনামূল্যেই। সবসময় চিকিৎসক থাকছেন বিভিন্ন পরিষেবায় খুশি মানুষ।

  আরও পড়ুন: আগামী দু’ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা, ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

  চিকিৎসা না পেয়ে ফিরে আসার চিন্তা নেই। বোলপুর মহকুমা হাসপাতাল এখন রোগীদের ভরসার ঠিকানা। অসুস্থকে সুস্থ করার অঙ্গীকার নিয়েছে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল।

  First published: