#EgiyeBangla: মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী রাজ্য সরকার, খেস তৈরি করে দেখছেন লাভের মুখ

#EgiyeBangla: মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী রাজ্য সরকার, খেস তৈরি করে দেখছেন লাভের মুখ

মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী রাজ্য সরকার। ঘর-সংসার সামলানোর সঙ্গেই মহিলাদের আর্থিক সাবলম্বী হওয়ার পথ দেখানো হয়েছে।

  • Share this:

#হরিণঘাটা: খেস তৈরি করে স্বনির্ভর নদিয়ার হরিণঘাটা ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পুরোন কাপড়, সুতো, উল দিয়ে খেস তৈরি করছেন তাঁরা। চাদর, গামছা, বেড কভার তৈরি করে আর্থিক স্বনির্ভর মহিলারা। সরকারিভাবে প্রশিক্ষণ ও ঋণ দেওয়া হয়েছে। মেলাতেও পসার জমাচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী রাজ্য সরকার। ঘর-সংসার সামলানোর সঙ্গেই মহিলাদের আর্থিক সাবলম্বী হওয়ার পথ দেখানো হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে মহিলাদের বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বামীর সঙ্গে মহিলারা সংসারে আয়ের দায়িত্ব ভাগ করে নিচ্ছেন। নদিয়ার হরিণঘাটা ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা খেস তৈরি করছেন। পুরোন কাপড়, সুতো, উল দিয়ে খেস তৈরি করে লাভের মুখ দেখছেন তাঁরা। এছাড়াও কাঁথা, বেড কভার, গায়ের চাদর, পাপোশ তৈরি করছেন মহিলারা।

সরকারিভাবে মহিলাদের ঋণ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের উদ্যোগে এখন জেলাজুড়ে সারা বছরই বিভিন্ন মেলা বসে। সেইসব মেলাতেও পসরা সাজাচ্ছেন হরিণঘাটার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

First published: November 12, 2019, 10:59 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर