#পুরুলিয়া: লম্বা-চওড়া বিলের অঙ্ক নেই। নামী দামী শহুরে হাসপাতাল বা নার্সিং হোমের মত ব্র্যান্ড নেমও নেই। কিন্তু এ হাসপাতালের চিকিৎসা পরিষেবায় রোগীদের অগাধ আস্থা । পুরুলিয়া শহর-সহ জঙ্গলমহল এলাকার চিকিৎসার একমাত্র কেন্দ্র পুরুলিয়া দেবেন মাহাত হাসপাতাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হাসপাতাল এখন নতুন চেহারায় । বিনামূল্যেই আধুনিক চিকিৎসা পরিষেবা মিলছে রোগীদের।
তখন ঊনিশশো পঁচিশ সাল। পুরুলিয়ার কাশীপুরের রাজা জ্যোতিপ্রসাদের দেওয়া এক লক্ষ টাকা। আর মোহন ঘোষ নামে এক ব্যক্তির কুড়ি বিঘে জমি। এই নিয়েই পুরুলিয়া সদর হাসপাতাল বা দেবেন মাহাত হাসপাতালের পথচলা শুরু। তারপর থেকে নবজাতকের কান্না। প্রিয়জন হারানোর শোক। অনেক হাসি-বিষাদের সাক্ষী এই হাসপাতাল। দিনের পর দিন বেড়েছে রোগীর সংখ্যা।
সরকারি হাসপাতালের চিকিৎসা নিয়ে ক্ষোভও ছিল বিস্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর অবশ্য হাল ফিরেছে। জঙ্গলমহলের মানুষের চিকিৎসা পরিষেবায় দিশা দেখিয়েছে হাসপাতাল। ঝাঁ-চকচকে হাসপাতালে খরচ সাপেক্ষ পরিষেবা মিলছে নিখরচায়।
নতুন চেহারায় হাসপাতাল
- ৩২ বেডের এসএনসিইউ, সিটি স্ক্যান,ডিজিটাল এক্স-রে (চালু) - ১২ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট - - (চালু হয়েছে) ডায়ালিসিস, থ্যালাসেমিয়া ইউনিট, ন্যায্য মূল্যের ওষুধের দোকান - এছাড়াও অন্য আধুনিক চিকিৎসা পরিষেবা
পুরুলিয়া সদর হাসপাতালে ৫৪১টি বেড থাকলেও ইনডোরে রোগীর সংখ্যা ছাপিয়ে যায়। আউটডোরেও রোগীর সংখ্যা প্রচুর হলেও সুষ্ঠুভাবে পরিষেবা দিতে তৎপর হাসপাতাল।
উন্নত চিকিৎসা পরিষেবা মেলায় রোগীদেরও প্রধান ভরসার জায়গা এই হাসপাতাল।
পুরুলিয়া জেলার প্রায় তিরিশ লক্ষ মানুষ তো আছেনই। পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ আসেন দেবেন মাহাত হাসপাতালে চিকিৎসা করাতে। জঙ্গলমহলের গরিব পরিবার বা শহরের মধ্যবিত্ত মানুষ। অসুখের দাওয়াই দেবেন মাহাত হাসপাতালই ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Egiye Bangla, Improved methods of treatment, Purulia Hospital