#EgiyeBangla: বিদ্যুৎ চুরি রুখতে উদ্যোগ, বিদ্যুতের খুঁটিতে লাগানো হচ্ছে বক্স

#EgiyeBangla: বিদ্যুৎ চুরি রুখতে উদ্যোগ, বিদ্যুতের খুঁটিতে লাগানো হচ্ছে বক্স

বারুইপুরে শহর থেকে গ্রামের মধ্যে বিদ্যুতের খুঁটিতে লাগানো হচ্ছে বক্স। যার ভিতরে কপার লাগানো বিদ্যুতের তার।

  • Share this:

#বারুইপুর: শহর থেকে গ্রাম। বিদ্যুতের তারের জঞ্জালের দিন শেষ। বারুইপুরে শহর থেকে গ্রামের মধ্যে বিদ্যুতের খুঁটিতে লাগানো হচ্ছে বক্স। যার ভিতরে কপার লাগানো বিদ্যুতের তার। এতে বিদ্যুৎ চুরি বন্ধ হবে। বিদ্যুতের তার থেকে দুর্ঘটনাও বন্ধ হবে।

আগে বারুইপুরে শহর থেকে গ্রামে এখানে ওখানে বিদ্যুতের খুঁটিতে খোলা অবস্থায় তার ঝুলত। এতে তার লেগে দুর্ঘটনাও ঘটেছে একাধিকবার। হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগ জমা পড়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে বিশেষ করে ঝড়-বৃষ্টির দিনে সহজেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেত। এখন বিদ্যুতের তারের জঞ্জালের দিন শেষ। বারুইপুরে বিদ্যুতের খুঁটিতে বক্স বসানো হয়েছে। যার ভিতরে থাকছে কেবল। এতে বিদ্যুৎ চুরি বন্ধ হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনাও ঘটছে না।

তারের জঞ্জাল না থাকায় বারুইপুর শহরের সৌন্দর্যায়নও হয়েছে। এর আগে বিদ্যুৎ চুরি ঠেকাতে একাধিকবার প্রচার চালায় রাজ্য সরকার। বিদ্যুৎ চুরি রুখতে গিয়ে কর্মীদের মার খাওয়া বা সাবস্টেশন ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কেবল হওয়ায় সেই সমস্যা মিটবে বলেই আশাবাদী বিদ্যুৎ দফতর।

First published: 10:33:47 AM Nov 16, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर