#EgiyeBangla: বিদ্যুৎ চুরি ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মত দুর্ঘটনা রুখতে উদ্যোগ, খুলে নেওয়া হচ্ছে হাই ভোল্টেজ তার

#EgiyeBangla: বিদ্যুৎ চুরি ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মত দুর্ঘটনা রুখতে উদ্যোগ, খুলে নেওয়া হচ্ছে হাই ভোল্টেজ তার

বীরভূমের নানুরের বাসাপাড়া থেকে খুজুটিপাড়া এলাকায় বিদ্যুতের খুঁটি থেকে খুলে নেওয়া হচ্ছে হাই ভোল্টেজ তার।

  • Share this:

#বীরভূম: বিদ্যুৎ চুরি ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মত দুর্ঘটনা রুখতে উদ্যোগ। বীরভূমের নানুর ব্লকে বিদ্যুতের খুঁটি থেকে খুলে নেওয়া হচ্ছে হাই ভোল্টেজ তার। পরিবর্তে একটি তারের মাধ্যমেই বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। বিদ্যুতের খুঁটিতে লাগানো একটি বক্সের ভিতরে ওই তার থাকবে।

বীরভূমের নানুরের বাসাপাড়া থেকে খুজুটিপাড়া এলাকায় বিদ্যুতের খুঁটি থেকে খুলে নেওয়া হচ্ছে হাই ভোল্টেজ তার। আগে তিনটি তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হত। এতে সমস্যা ছিল অনেক। তার থেকে সহজেই হুকিং করে িবদ্যুত চুরি হত। এছাড়াও ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে পরিবেষা বিঘ্নিত হত। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মত দুর্ঘটনাও ঘটেছে একাধিকবার। তাই বিদ্যুৎ চুরি ও দুর্ঘটনা রুখতে উদ্যোগী বিদ্যুৎ দফতর ও জেলা পরিষদ। এখন বিদ্যুতের খুঁটিতে লাগানো একটি বক্সের ভিতরে থাকছে তার। একটি তারের মাধ্যমেই নানুর ব্লকে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।

বিদ্যুতের তারের জঞ্জাল মুক্ত হচ্ছে নানুর। সৌন্দর্যায়নও হয়েছে।

First published: November 26, 2019, 11:42 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर