#কাটোয়া: কাটোয়া শহরের প্রাণকেন্দ্র পুরসভা মোড়। নাগরিকদের অনেকদিনের দাবি মেনে পুরসভা মোড়ে তৈরি হয়েছে শিশু উদ্যান। পুরসভার জমিতে রাজ্যের আর্থিক সহায়তায় তৈরি হয়েছে শিশু উদ্যান। এই উদ্যানে শিশুদের খেলাধূলা ও বিনোদনের বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে।
কাটোয়া শহরে আগে শিশুদের জন্য আধুনিক কোনও পার্ক ছিল না। পুরসভার জায়গায় একটি ছোট শিশু উদ্যান ছিল। সেটি বেহাল হয়ে পড়ায় নাগরিকরা একটি অাধুনিক শিশু উদ্যানের দাবি তোলেন। সেই দাবি মেনেই পুরসভার জায়গায় তৈরি হয়েছে আধুনিক শিশু উদ্যান। শিশু মনের বিকাশে এই পার্ক সাহায্য করবে, মনে করছেন নাগরিকরা। শনিবার পার্কটির উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ।
কাটোয়ায় শিশু উদ্যান
-------------------
- পুরসভার ১৫ শতক জমিতে পার্ক তৈরি হয়েছে
- পার্ক তৈরিতে খরচ হয়েছে ৪৫ লক্ষ ২৩ হাজার টাকা
- কার্টুন ও জীবজন্তুর মডেলে পার্ক সাজানো হয়েছে
- কৃত্রিম ঘাস দিয়েও পার্ক সাজানো হয়েছে
শুধুমাত্র মায়েরাই শিশুদের নিয়ে পার্কে ঢুকতে পারবেন।প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে শিশু উদ্যান।