#সিউড়ি ও নানুর: গরু পাচার মামলাতেও এবার সক্রিয় হল ইডি এবং সিবিআই৷ এ দিন সকাল থেকেই বীরভূমে সিউড়িতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টুলু মণ্ডল নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় দুই তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ ওই ব্যবসায়ীর তিনটি ছাড়াও পেট্রোল পাম্প এবং পাথর খাদানের অফিসেও তল্লাশি চালায় ইডি এবং সিবিআই৷
এ দিন সকালে সিউড়ির সুভাষপল্লিতে টুলু মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি-র একটি দল৷ সেখান থেকে পাইকপাড়া এবং সাজানো পল্লিতে ব্যবসায়ীর আরও দু'টি বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা৷
আরও পড়ুন: অর্পিতা-কাণ্ডের মধ্যেই বারাসাতে উদ্ধার কেজি-কেজি সোনা, দাম শুনলে আঁতকে উঠবেন!
গরু পাচার মামলার তদন্তের সূত্রেই বীরভূমের বেআইনি পাথর খাদানগুলি নিয়ে তদন্ত শুরু করে ইডি৷ সেই সূত্রেই তাদের হাতে আসে অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডলের নাম৷ এ দিন প্রথমে সিউড়ির সুভাষপল্লিতে হানা দেওয়ার পর সাজানোপল্লি এবং পাইকপাড়ায় টুলু মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি৷
সাজানোপল্লির বাড়িতে তালা মারা ছিল৷ তা দেখে ফের সুভাষপল্লির বাড়ি থেকে টুলু মণ্ডলের এক পরিচারককে নিয়ে আসেন ইডি কর্তারা৷ তাঁকে দিয়েই তালা ভেঙে ভিতরে ঢোকেন ইডি কর্তারা৷
এর পাশাপাশি পাইকপাড়ার বাড়িতেও একটি আলমারির খোঁজ পান ইডি কর্তারা৷ সেই আলমারির তালা খুলতেও একজন চাবিওয়ালাকে ধরে আনা হয়৷
আরও পড়ুন: ঝাড়খণ্ড কাণ্ডে নজরে হিমন্ত ঘনিষ্ঠ, দিল্লিতে তল্লাশিতে গিয়ে থানায় আটক সিআইডি অফিসাররা
বীরভূমের মহম্মদবাজারে টুলু মণ্ডলের পাথর খাদানের অফিস রয়েছে৷ সেখানেও যান ইডি এবং সিবিআই কর্তারা৷ মহম্মদবাজারেই টুলু মণ্ডলের পেট্রোল পাম্পেও হানা দেন তাঁরা৷
গরু পাচার মামলায় এ দিন রাজ্যের মোট এগারোটি জায়গায় হানা দেয় সিবিআই৷ এর মধ্যে বীরভূমেরই আটটি জায়গায় অনুব্রত ঘনিষ্ঠ নেতা এবং ব্যবসায়ীদের হানা দেন সিবিআই কর্তারা৷ বীরভূমের নানুরের তৃণমূল নেতা এবং জেলা পরিষদের পূর্ত দফতরের কর্মাধক্ষ আব্দুল করিম খানের বাড়িতেও হানা দেয় সিবিআই-এর একটি দল৷
ওই নেতার ছেলের ব্যবসার হিসেবপত্র দেখতেন যিনি, সেই মোক্তার শেখের বাড়িতেও হানা দেয় সিবিআই৷ মোক্তার শেখের মোবাইল ফোন এবং বেশ কিছু নথি নিয়ে যায় সিবিআই আধিকারিকরা৷ যদিও তল্লাশির সময় বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা আব্দুল করিম খান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mondal, CBI