#চুঁচুড়া: পূর্ব মেদিনীপুরের কাঁথির তৃণমূলনেতার দেহ উদ্ধার হল হুগলির দাদপুরে৷ ৭ ফেব্রুয়ারি নিখোঁজ হয়েছিলেন মারিশদার তৃণমূলনেতা রীতেশ রায়৷ তার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর৷ চুঁচুড়া হাসপাতালে দেহ নিয়ে গিয়েছে পুলিশ৷
পরিবারের দাবি, অপহরণ কর খুন করা হয়েছে ওই তৃণনূলনেতাকে৷ জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি নিখোঁজ হন রীতেশ রায়৷ বন্ধু শৌভিক চক্রবর্তী সে দিন তাঁকে ফোন করেছিলেন৷ শৌভিকের ফোনের পরই মালদহ যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরোন রীতেশ৷
এরপর খোঁজ না পাওয়ায় থানায় যোগাযোগ করেন বাড়ির লোকেরা৷ রাজ্যের বিভিন্ন থানায় ছবি তুলে পাঠানো হয়৷ সোমবার তাঁর দেহ উদ্ধার হয়েছে দাদপুরে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Midnapore, Murder, TMC Leader