হোম /খবর /দক্ষিণবঙ্গ /
জাতীয় সড়কে অভিযান চালিয়ে উদ্ধার প্রায় ১০০ কেজি গাঁজা

East Midnapore News: কলকাতাগামী বাসে টানটান অভিযান, যা মিলল, চোখ কপালে পুলিশের

X
তমলুকে [object Object]

তমলুকে জাতীয় সড়কের উপর কলকাতাগামী বাসে অভিযান চালিয়ে উদ্ধার প্রায় ১০০ কেজি গাঁজা। গ্রেফতার ৬ যুবক

  • Share this:

    মেদিনীপুর: তমলুকে জাতীয় সড়কের উপর কলকাতাগামী বাসে অভিযান চালিয়ে উদ্ধার প্রায় ১০০ কেজি গাঁজা। গ্রেফতার ৬ যুবক।

    পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ১১৬ জাতীয় সড়কের সোনাপেত্যা টোল প্লাজায় দিঘা থেকে কলকাতাগামী বাস থেকে ১২ ব্যাগ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে তমলুকের এসডিপিও সাকিব আহমেদ-এর নেতৃত্বে তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায়। জানা গিয়েছে, বাসটি টোল প্লাজায় ঢুকতেই বাসে হানা দেয় পুলিশ বাহিনী। ৬ জন অভিযুক্তের কাছ থেকে মোট ১২ ব্যাগ গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার পরিমান প্রায় ১০০ কেজি। বাসটিকে আটক করা হয়েছে। এত পরিমান গাঁজা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এখনও জানা যায়নি। ধৃত ৬ জনের বাড়ি ক্যানিং এলাকায়।

    First published: