#পূর্ব বর্ধমান: শ্রমিক স্পেশ্যাল ট্রেনে আসা হাজার হাজার যাত্রীদের সুষ্ঠভাবে গন্তব্যে পৌঁছে দিতে ২টি স্পেশ্যাল ট্রেন চাইল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বর্ধমান-হাওড়া ও বর্ধমান-রামপুরহাট শাখার জন্য ২টি ট্রেন চেয়ে রাজ্য পরিবহণ দফতরের কাছে প্রস্তাব পাঠিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। রাজ্য পরিবহন দফতর জেলার প্রয়োজনীয়তার কথা বিচার করে রেল দফতরকে সেই প্রস্তাব পাঠাবে বলে জানা গিয়েছে।
পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানান, '' দুটি বিশেষ ট্রেন পাওয়া গেলে যাত্রীদের সুষ্ঠভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজে খুবই সুবিধা হবে।''
জেলাশাসক বিজয় ভারতী জানান, 'প্রচুর সংখ্যক যাত্রী আসছেন বর্ধমান স্টেশনে। রাজ্যের টার্মিনাল স্টেশনে পরিণত হয়েছে এই স্টেশন। পূর্ব বর্ধমান জেলা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ,পুরুলিয়ার যাত্রীদের পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তেমন সমস্যা নেই কিন্তু দূরবর্তী জেলার যাত্রীদের পাঠানোর ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে। এক্ষেত্রে বর্ধমান-হাওড়া ও বর্ধমান-রামপুরহাট শাখায় বিশেষ দুটি ট্রেনে পাওয়া গেলে আমরা যাত্রীদের শারীরিক পরীক্ষার পর তাঁদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে, তাঁদের সেইসব ট্রেনে হাওড়া বা রামপুরহাট পর্যন্ত পৌঁছে দিতে পারি। এই প্রস্তাব রাজ্য পরিবহন দফতরকে পাঠানো হয়েছে।
SARADINDU GHOSH
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।