#দুর্গাপুর: তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে যুবকের দেহ উদ্ধার দুর্গাপুরে। জাতীয় সড়কের কালভার্টের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। পুলিশের প্রাথমিক অনুমান ভুল লেনে আসতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।
কলকাতার টালিগঞ্জ থেকে দুর্গাপুরের কাকসার খাটপুকুরে ছেলেকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিল মা-বাবা। কিন্তু সেখানেই এমন মর্মান্তিক ঘটনা। ছেলের নিথর দেহ বুধবার মামার বাড়ির সামনে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে বাঁশকোপা সংলগ্ন L&T মোড়ের কাছে জাতীয় সড়কের একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার হল। মৃতের নাম ধীরাজ রায়, বছর ১৯।
আরও পড়ুন: ওরাকল স্পিকস ২০ অক্টোবর; দেখুন ভাগ্যফল, জানুন কাল কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
মৃত ধীরাজ মামার বাড়ি থেকে সাইকেল নিয়ে গত রবিবার ঘর থেকে বেরিয়েছিলেন। এরপর থেকে নিখোঁজ ছিল ধীরজ। ওই কালভার্টের সামনে এসে প্রচন্ড দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা প্রথম ঢাকনা খোলা দেখেন। নিচের জলে পড়ে থাকতে দেখা যায় এক যুবকের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কাঁকসা থানাকে।
আরও পড়ুন: স্কচ সিলভারে পুরস্কৃত উৎসশ্রী পোর্টাল, খুশির হাওয়া স্কুল শিক্ষা দফতরে
পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কালভার্টের নিচ থেকে যুবকের সাইকেল উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত কালভার্টের ঢাকনা খোলা থাকাতেই এই দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টের এই ঢাকনা খোলা রয়েছে, আর এতেই বাড়ছে দুর্ঘটনা। ফের একটি প্রাণ গেল।
অর্পণ চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dead Body Found, Durgapur