#দুর্গাপুর : গতকাল রাতে দুর্গাপুরের এম.এ.এম.সি র আবাসনে এক গৃহবধুর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল । মৃত গৃহবধুর নাম প্রিয়াঙ্কা সরকার (২৮) । স্বামী বিবেক সরকার সহ স্বামীর ৪ বন্ধুকে আটক করেছে এন.টি.পি.এস থানার পুলিশ ।
গতকাল রাতে ওই গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্বামী বিবেক ।
পাড়ার কয়েকজন বন্ধুকে ডেকে দেহ নামিয়ে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যান তারা । হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ সুত্রের খবর মৃতার মাথার পেছনে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ স্বামী সহ বন্ধুদের আটক করে ।
রবিবার সকালে স্বামী বিবেক সরকারকে নিয়ে অকুস্থলে আসে এন.টি.পি.এস থানার পুলিশ । বিবেক সরকার পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ । বিবেক জানায় যে গতকাল সন্ধ্যেতে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয় । তারপরেই সে আত্মহত্যা করে বলে জানায় বিবেক ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durgapur