#অন্ডাল : ইসিএলের কাজড়া এরিয়ার মুকুন্দপুর সাইডিংয়ের কাছে কয়লা বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয় মৃত্যু এক বাইক আরোহীর। গুরুতর আহত দুই বাইক সাওয়ারও। মৃত বাইক আরোহীর নাম সুদন কোড়া (২৮)। বাড়ি অন্ডালের শীতলপুর চন্ডী পাড়ায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে পাঁচটা নাগাদ। স্থানীয় সূত্রে জানা যায় সুদন কোড়া তার তিন বন্ধুকে নিয়ে একটা বাইকে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার সময় মুকুন্দপুর সাইডিংয়ের কাছে পিছন থেকে একটি কয়লা বোঝাই ডাম্পার ধাক্কা মারে । স্থানীয় বাসিন্দারা ও অন্ডাল থানার পুলিশ আহত তিন জনকে হাসপাতালে নিয়ে যায় ।
চিকিৎসকরা সুদন কোড়াকে মৃত বলে ঘোষণা করে । আহত দুই বাইক সাওয়ারি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনার পরে উত্তেজিত এলাকার মানুষ ইসিএলের কয়লা পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখায় । মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানায় স্থানীয়রা । পরে পুলিশের আশ্বাসে অবরোধ তোলে স্থানীয়রা ।
#রিপোর্ট: জয়ন্ত বিশ্বাস, দুর্গাপুর