• Home
  • »
  • News
  • »
  • south-bengal
  • »
  • DURGA PUJA 2021 TAMRALIPTA SEBAK SANGHA DECIDED THEME PERFORMED KHUTI PUJO ON 22ND AUGUST SDG

Durga Puja 2021|| মহা ধুমধাম খুঁটিপুজোয়, নজরকাড়া 'সলিল সন্ধানে' থিমে সাজবে তাম্রলিপ্ত সেবক সংঘ

'সলিল সন্ধানে' থিমে সাজবে তাম্রলিপ্ত সেবক সংঘ । ফাইল ছবি।

Tamluk Durga Puja 2021: তাম্রলিপ্ত সেবক সংঘের এ বারের দুর্গাপুজোর থিম 'জলের খোঁজে'। বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিনক্ষণ এগিয়ে আসছে, তাই নিজেদের আয়োজনের থিম ঠিক করে প্রস্তুত ক্লাবের সদস্যরা।

  • Share this:

#তমলুক: তাম্রলিপ্ত সেবক সংঘের এ বারের দুর্গাপুজোর থিম 'জলের খোঁজে'। যেখানে বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিনক্ষণ এগিয়ে আসছে, সেখানে নিজেদের আয়োজনের থিম ঠিক করে নিয়ে পুজো মণ্ডপের খুঁটি পুজোয় মাতলেন তমলুকের এই ক্লাবের কর্মকর্তা এবং সদস্যরা।

থিম এবং মণ্ডপ রূপায়ণে কলকাতার সঙ্গে রীতিমতো পাল্লা দেয় যে জেলার পুজো উদ্যোক্তা এবং থিম মেকাররা, সেই পূর্ব মেদিনীপুরেরই জেলা সদর তমলুকের অন্যতম সেরা পুজো কমিটি এই তাম্রলিপ্ত সেবক সংঘ। যাদের পুজোর বয়স খুব বেশি পুরনো না হলেও খুব কম সময়েই জেলার প্রথম সারিতে উঠে এসেছে তাদের নাম। সেই ক্লাবেরই পুজোর থিম প্রকাশ আর খুঁটি পুজোকে ঘিরে যথেষ্টই উৎসাহ দেখা গেল রবিবার।

তমলুক, কাঁথি, এগরা, হলদিয়া, মহিষাদল-সহ জেলার নজরকাড়া প্যান্ডেল ও থিম দেখতে ভিড় জমান সারা জেলারই মানুষ। তমলুকের তাম্রলিপ্ত সেবক সঙ্ঘ কয়েক বছর ধরেই থিমের নতুনত্ব এবং প্রতিমায় নজর কাড়ছে। করোনা আবহে এবারের পূজোয় সামাজিক বার্তা দিতে চাইছেন উদ্যোক্তারা। রাজ্য সরকার বেঁধে দেওয়া নির্দিষ্ট নিয়ম মেনেই সবকিছু হবে জানিয়েছেন ক্লাব কর্তা ডাঃ অভিষেক গুছাইত। সেখানে তাঁরা খুঁটিপুজোও সারলেন নিয়মনীতি মেনেই।

কলকাতার পুজো কমিটিগুলি তাদের খুঁটি পুজো যখন সারছে, তখন সেই দৌড়ে পা মেলাল তাম্রলিপ্ত সেবক সঙ্ঘ। তাদের এ বছরের পুজো থিম-সলিল সন্ধানে। জলের খোঁজে। সেই থিম-কে মাথায় রেখেই খুটিপুজো সারলেন তাঁরা। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি হলেই ধীরে ধীরে প্যান্ডেল ও প্রতিমা তৈরির কাজে গতি আসবে বলে ক্লাবের সদস্যরা।

Sujit Bhowmik

Published by:Shubhagata Dey
First published: