Home /News /south-bengal /
Belur Math| Durga Puja 2021|| আজ জন্মাষ্টমীর শুভ তিথি, রীতি মেনে বেলুড় মঠে শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি

Belur Math| Durga Puja 2021|| আজ জন্মাষ্টমীর শুভ তিথি, রীতি মেনে বেলুড় মঠে শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি

বেলুড় মঠে কাঠামো পুজো।

বেলুড় মঠে কাঠামো পুজো।

Durga Puja in Belur Math: করোনা (Covid 19) আবহে বেলুড় মঠে (Belur Math) শুরু হয়ে গেল ২০২১ সালের দুর্গাপুজোর (Durga Puja 2021) প্রস্তুতি। প্রতি বছর নিয়ম মেনে জন্মাষ্টমীর (Janmashtami 2021) পুজোর দিন মা দুর্গার (Goddess Durga) কাঠামো পুজো দিয়েই শুরু হয় দুর্গোৎসবের সূচনা।

আরও পড়ুন...
  • Share this:

#হাওড়া: করোনা (Covid 19) আবহে বেলুড় মঠে (Belur Math) শুরু হয়ে গেল ২০২১ সালের দুর্গাপুজোর (Durga Puja 2021) প্রস্তুতি। প্রতি বছর নিয়ম মেনে জন্মাষ্টমীর (Janmashtami 2021) পুজোর দিন মা দুর্গার (Goddess Durga)  কাঠামো পুজো দিয়েই শুরু হয় দুর্গোৎসবের সূচনা। এ বারেও তার ব্যতিক্রম হল না। করোনার (Coronavirus) জেরে দীর্ঘদিন বন্ধ ছিল মঠ। সম্প্রতি বিধিনিষেধ মেনে মঠে প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে। তবে বিশেষ পুজো বা পার্বণে জনসমাগম আটকাতে এখনও বন্ধ করা হচ্ছে মঠ। সেরকমই আজকের এই বিশেষ দিনে ভক্ত সাধারণের জন্য বন্ধ করা হয়েছে। তবে নিয়ম মেনে তারই মধ্যে দুর্গাপুজোর সূচনা অনুষ্ঠিত হয়েছে। তবে মঠ বন্ধ থাকায় নিরাশ ভক্তরা। তাঁদের আশঙ্কা থেকেই যাচ্ছে গত বছরের মতোই এই বছরও মঠের পুজোয় অংশগ্রহণের বিষয় নিয়ে ৷

আরও পড়ুন: পুজোয় একেবারে অন্যরকম বেড়ানোর প্ল্যান চান? ডেস্টিনেশন হোক 'মৌসুনি দ্বীপ'

আরও পড়ুন: পুজোর ছুটিতে ঘুরে আসুন 'সুন্দরী' সাতকোশিয়া, রইল বেড়ানোর সমস্ত খুঁটিনাটি...

যদিও মঠের তরফে এখনই দুর্গাপুজো নিয়ে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। মঠ কর্তৃপক্ষ (Belur Math Authority) আশায় আছেন, প্রতিবছরের মতোই এ বছরও একইভাবে মহাসাড়ম্বরে দুর্গা পুজোর অনুষ্ঠান হবে চারদিন ধরে। কুমারী পুজো থেকে সন্ধি পুজোয় মেতে উঠবেন অগণিত ভক্তবৃন্দ।

আরও পড়ুন: ছোট্ট পাহাড়ি গ্রাম 'দাওয়াইপানি', চায়ের কাপ হাতে কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যালকনি

আরও পড়ুন: দুর্গাপুজোর থিমেও 'খেলা হবে', শান্তিনিকেতনের শিল্পী সাজাবেন ভবানীপুর দুর্গোৎসব সমিতির মণ্ডপ

তবে এ বারে পুজর সময়েও বেশ কিছু বিধি মানতে হবে। বেশ কিছু নিয়ম মেনেই ভক্তদের পুজোয় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে৷ তবে এখুনি কী নিয়ম মানতে হবে, বা আদৌ পুজো হবে কিনা, সেই বিষয় কোনও বক্তব্য রাখতে নারাজ বেলুড় মঠ কর্তৃপক্ষ। আজ সোমবার সকালেই মূল মন্দিরে জন্মাষ্ঠমী পুজোর পর মন্দিরেই পুজো করা হয় মা দুর্গার কাঠামো। তবে মূল জন্মাষ্টমীর পুজো হবে সন্ধ্যায়। আগামী সপ্তাহে শুরু হবে মা দুর্গার মূর্তি তৈরির কাজ। করোনা আবহে আশঙ্কার মধ্যেই আশায় বুক বাঁধছে ভক্ত থেকে সন্নাসীরাও ৷

Debashish Chakraborty

Published by:Shubhagata Dey
First published:

Tags: Belur Math, Durga Puja 2021