#কল্যাণী: পুজোর বাজেটে টান, মানুষের সাহায্যের জন্য বেশি বাজেট, এই লক্ষ্যেই দুর্গাপূজার খুঁটি পুজো করল নদিয়ার কল্যাণী আইটিআই মোর দুর্গাপূজা কমিটি৷ করোনা আবহে কীভাবে হবে দুর্গাপুজো? এই নিয়ে চলছে জল্পনা৷ তবে উদ্যোক্তাদের মতে নিয়ম পুজো করবেন তারা, পুরনো পুজো বন্ধ করা সম্ভব নয়৷ তাই ছোট করেই করা হবে দুর্গাপুজো৷ তবে তার আগে সাধারণ মানুষকে সাহায্য করার ওপর জোর দিয়েছে পুজো কমিটিগুলো৷
গোটা বিশ্বে করোনা সমস্যায় জেরবার। কিন্তু পুজোর রীতি থেকে না সরে সাবেকিয়ানায় পুজোর করার সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তারা। করোনা আবহে এবারের পুজোর বাজেট অনেকটাই কম কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাব ব্যবসায়ী সমিতির। ২৯ বছরে পড়বে এবারের পুজো। প্রতিবছরই জাঁকজমক করে নতুন নতুন শিল্প ভাবনা নিয়ে আসে এই ক্লাবের পুজো। কিন্তু এবারের এই অতিমারীর কারণে সে চিত্র অনেকটাই বদলেছে৷ বরং পুজোর বাজেটে এবার সমাজসেবার জন্য বরাদ্দ করেছেন ক্লাব উদ্যোক্তারা৷
আরও পড়ুন গাড়ির ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! জানুন বিস্তারিত
এই ক'টা মাস মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছে এই ক্লাব৷ পাশাপাশি কল্যাণীর পুরো অঞ্চলে ২১টি ওয়ার্ডে সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করেছেন ক্লাব উদ্যাক্তারা। এছাড়াও করোনা যোদ্ধাদের পাশে কখনও স্যানিটাইজার কখনও পিপিই নিয়ে হাজির হয়েছেন তাঁরা৷ আবার অক্সিজেন সিলিন্ডারও দিয়েছেন প্রয়োজন মতো৷ সবকিছুই এবার লুমিনাস ক্লাব পুজোর বাজেট থেকে খরচ করে হয়েছে। আগামীতেও এই সমাজ সেবামূলক কাজ করবে এই ক্লাব৷ এই অঙ্গীকার পুজো কমিটির। তাই নিজেদের পুজো বাজেটে অনেকটাই কাট ছাট করা হয়েছে৷ এখন
Ranjit Sarkarনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।