Mritunjoy Das
তাই ওই এলাকায় একটি উড়ালপুল নির্মাণের দাবি বহুদিনেই ছিল এলাকার মানুষের। তাঁদের দাবি মেনে, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বছরের শুরুর দিকে পাঁচবাগা এলাকায় শুরু হয় উড়ালপুল নির্মাণের কাজ। দীর্ঘদিনের সমস্যা জট খুলছে এই ভেবে আস্বস্ত হন এলাকার মানুষ। একটি উড়ালপুল নির্মাণ হলে দীর্ঘক্ষণ রেল গেটে আর অপেক্ষা করতে হবে না তাঁদের। কমবে যানজটের সমস্যা। নিজেদের গন্তব্যে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারবেন তাঁরা।
কিন্তু এলাকাবাসীর এই আশায় জল ঢেলে বর্তমানে থমকে আছে উড়ালপুল নির্মাণের কাজ। লকডাউন ও করোনার জেরে দীর্ঘ ৮ মাস যাবৎ পুরোপুরি স্তব্ধ হয়ে রয়েছে উড়ালপুল নির্মাণের কাজ। আদৌ এলাকার মানুষের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দিহান এখন বাঁকুড়া শহরবাসী। তবে বাঁকুড়া শহরবাসীর দাবি, দ্রুত সম্পূর্ণ হোক উড়ালপুল নির্মাণের কাজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।