#সামশেরগঞ্জ: শুক্রবার থেকে আবার নতুন করে ভাঙন শুরু হয়। ভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। শনিবার সকালে সামশেরগঞ্জ এর বাসুদেবপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে এই অবরোধ চলে। সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে বেশ কয়েকদিন ধরে ভাঙনে জমি ও বেশকিছু বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে যায়।
এর আগে ধানঘরা গ্রামে ভাঙনে শ-খানেক বাড়ি তলিয়ে যায়। শুক্রবার বিকাল থেকেই শিবপুরের শুরু হয় নতুন করে ভাঙন। আতঙ্কে মানুষজন নিজেদের বাড়িঘর নিজেরাই ভেঙে গ্রাম ছাড়তে শুরু করেন। গ্রামবাসী মালতি মন্ডল বলেন, প্রতিদিন গঙ্গা ভাঙনে জমি, বাড়ি তলিয়ে যাচ্ছে। প্রশাসনের কোনো হেলদোল নেই। আমরা এর প্রতিবাদেই রাস্তা অবরোধ করেছি। গ্রামবাসী ফরাসি মন্ডল বলেন, প্রায় দশ বিঘে জমি আমার চলে গেছে। কি করে আমরা বাঁচবো। সরকার আমাদের কোনো ব্যবস্থা করুক। এরপরে গ্রামে প্রশাসনিক আধিকারিকরা ও এলাকার বিধায়ক আমিনুল ইসলাম গ্রামে যান। আমিনুল ইসলাম বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের এই অংশে কাজ করার কথা। তাদেরকে বারেবারে বলা হলেও ভ্রুক্ষেপ নেই। তবে সেচ দফতরকে বলা হয়েছে অবিলম্বে কাজ শুরু করার জন্য। কাজ শুরু করতে দেরি হলে সমস্ত গ্রামটাই গঙ্গা গর্ভে তলিয়ে যাবে।
PRANAB KUMAR BANERJEE
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ganges, Samshergunj