#বীরভূম: কলেজ ছাত্রীকে বিক্রির চেষ্টা করার অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে ৷ বোলপুরের SDO-কে অভিযোগ জানায় ছাত্রী নিজে ৷ ঘটনাটি বোলপুরের ৷
পুলিশের কাছে ছাত্রী জানিয়েছে, চলতি মাসের ৫ তারিখ এক আত্মীয় বাড়িতে তাকে নিয়ে যায় অভিযুক্ত আবদুল সামাজ ৷ ওই আত্মীয়র কাছে তাকে বিক্রি করার চেষ্টা চালায় বলে অভিযোগ জানিয়েছে ছাত্রী ৷
তবে ছাত্রীর বাবা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ SDO-র দফতরে এসে তিনি জানিয়েছেন, ‘কিছুই জানি না, জানতে এলাম ৷’ তিনি আরও বলেছেন যে তার মেয়ে পারিবারিক বিবাদের জেরে এমন ঘটনা ঘটিয়েছে ৷ তিনি জানিয়েছেন সম্প্রতি মেয়েটির বিয়ের কথা চলছিল ৷ কিন্তু তার মত ছিল না ৷ তাই বাবাকে ব্ল্যাকমেল করছিল ৷ মেয়ে যে কিছু না ভাবে হঠাৎ এমন অভিযোগ দায়ের করে ফেলবে তা তিনি ভাবতেই পারেননি ৷ মেয়েটিকে আপাতত হোমে পাঠানো হয়েছে ৷ তবে বাবার বিরুদ্ধে অভিযোগ তুলতে অনড় ছাত্রী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Bolpur, ETV News Bangla, Father Tries To Sell Daughter