#হাওড়া: অস্থির, অসহিষ্ণু এই সময়ে কর্তব্যবোধ এবং মানবিকতার অনন্য নজির তৈরি করলেন হাওড়ার নরসিংহ দত্ত রোডের বাসিন্দা শঙ্কর পাছাল। পেশায় তিনি শববাহী যানের চালক। নিজের মায়ের মৃত্যুসংবাদ পেয়েও অবিচল থাকলেন কর্তব্যে।
বৃহস্পতিবার পূর্ব রেলের অর্থোপেডিক হাসপাতালে মৃত্যু হয় হাওড়া স্টেশনের রেল কর্মী চিন্ময় রায়ের। মৃতের পরিবারের ডাক পেয়ে মরদেহ বেলগাছিয়ার বাড়ি হয়ে বাঁধাঘাট শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ করছিলেন শঙ্করবাবু। মৃতদেহ নিয়ে বেলগাছিয়ায় চিন্ময়বাবুর বাড়ি পৌঁছেছেন সবে, দেহ গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভিতরে নিয়ে যেতে সাহায্য করছেন, আচমকাই বেজে উঠল শঙ্করবাবুর মোবাইল, বাড়ি থেকে ফোন আসছে, ফোন কেটে দিয়ে কাজেই ব্যস্ত থাকলেন ।
মরদেহ ঘরে ঢুকিয়ে বাড়িতে ফোন করলেন শঙ্কর বাবু। চিন্ময় বাবুর পরিজনদের কান্নাকাটির মধ্যেই শুনতে পেলেন নিজের মাতৃবিয়োগের খবর । প্রথমে ভেঙে পড়লেও নিজেকে সামলে নিলেন শঙ্কর বাবু, ফোনের ওপ্রান্তে থাকা ব্যক্তিকে জানালেন, তিনি নিজের কাজ শেষ করে তবেই বড়ি ফিরবেন। যতক্ষণ না বাড়ি ফিরছেন, মায়ের দেহ যেন বাড়িতেই রাখা থাকে।
মৃত চিন্ময় রায়ের আত্মীয় পরিজনেরা শঙ্কর পাছালকে বাড়ি ফিরে যেতে বলেন। কিন্তু তিনি রাজি হন না। বরং বলেন, আমি যখন দেহ গাড়িতে তুলেছি, তখন শ্মশান পর্যন্ত পোঁছে দিয়েই যাব। আমার মতো আপনাদেরও এখন খারাপ সময় । এমন সময়ে আপনারা নতুন করে সমস্যায় পড়ুন, চাই না।' কথামতই, বাঁধাঘাট শ্মশানে দেহ নামিয়ে বাড়িতে ফিরলেন শববাহী যানের চালক চিন্ময় পাছাল।
শঙ্করবাবু এমনই। দিন হোক বা রাত, পাড়ার লোকের সুবিধা-অসুবিধায় সবসময় হাজির! প্রাকৃতিক দুর্যোগ হোক কী শীতের রাতে হাড়কাঁপানো ঠাণ্ডা... মরদেহ নিয়ে যাওয়ার জন্য কখনও মুখের উপর 'না' করেন না শঙ্কর পাছাল। চিন্ময়বাবুর বন্ধু, তাঁর শবযাত্রায় শামিল গৌতম ভট্ট বলেন, '' আমি চিন্ময় পাছালের সঙ্গে যোগাযোগ করব। এমন মানুষ সমাজের জন্য খুব দরকার। তিনি বলেন, আমাকে দিনে-রাতে, যে কোনওসময়ে যে পাওয়া যায়, তা এলাকার বা হাসপাতালের অনেকেই জানেন। গত ১০ বছর এই শববাহী যান চালাচ্ছি। আগে হিন্দু সৎকার সমিতিতে এই কাজ করতাম। পরে আমাদের এখানে একটি ক্লাবের সহযোগিতায় এই গাড়িটি চালাচ্ছি। মায়ের বয়স ৭২, গতরাত থেকেই বেশ অসুস্থ ছিলেন। হোমিওপ্যাথি হাসপাতালে ভর্তি ছিলেন। যখন খবর পাই, বলি শ্মশান হয়ে আসছি। ''
DEBASHISH CHAKRABORTY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।