#রানাঘাট: চালকের কেবিনে ঢুকে পড়েছিলেন এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি ৷ আর তার জেরেই রবিবার সকালে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ বনগাঁ লোকাল ৷ এ দিন সকালে রানাঘাটে ঢোকার সময়ই দুর্ঘটনা ঘটে বনগাঁ লোকালে ৷ নির্দিষ্ট জায়গায় না থেমে স্টেশনের গার্ড রেলে সজোরে ধাক্কা মারে ট্রেনটি ৷ ভেঙে যায় গার্ড রেল ৷ ক্ষতিগ্রস্থ হয় ট্রেনের সামনের বগি এবং বসার আসনগুলিও ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে ট্রেন থেকে ঝাঁপ দিতে গিয়ে আহত হন ৪-৫জন যাত্রী ৷ ঘটনার জেরে সাসপেন্ড করা হয় মোটরম্যানকেও ৷
আরও পড়ুন: বর্ষা এলেও দেখা নেই ইলিশের, বাঙালির রসনা তৃপ্তি হবে কি ?
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, কেবিনে ঢুকে চালকের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেছিলেন এক ব্যাক্তি ৷ তিনি মানসিক ভারসাম্যহীন ৷ এই ধস্তাধস্তির জেরেই দুর্ঘটনা ঘটে ৷ মানসিক ভারসাম্যহীন ওই ব্যাক্তিকে আটক করেছে রানাঘাট স্টেশনের জিআরপি ৷ ঘটনার পরিপূর্ণ তদন্ত করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Guard Wall, Ranaghat, Train Accident, UP Bongaon local