#হাওড়া: পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে হাওড়ায় ৷ আগামী মঙ্গলবার সন্ধে থেকে বুধবার দুপুর পর্যন্ত পানীস জল পরিষেবা বন্ধ ৷ হাওড়ার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা ৷
জানা গিয়েছে, টানা ১৮ ঘণ্টা বন্ধ থাকবে জল সরবরাহ ৷ মঙ্গলবার সন্ধে ৬টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে জল পরিষেবা ৷ ভূগর্ভস্থ পাইপ লাইন মেরামতির কাজ চলবে ৷ তার জেরেই পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে ৷ হাওড়া পুরসভার তরফে আজ অর্থাৎ রবিবার এই নোটিশ জারি করা হয়েছে ৷
আরও পড়ুন: ৮২ নং ওয়ার্ডে আজ উপনির্বাচন, ভোটের লড়াইয়ে ফিরহাদ হাকিম
সপ্তাহের শুরুতেই জলের কষ্টে ভুগতে চলেছে হাওড়াবাসী ৷ রামরাজাতলা, শিবপুর, টিকিয়াপাড়া-সহ বেশ কয়েকটি এলাকা চরম জলের সমস্যায় ভুগতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drinking Water, Howrah