#দুর্গাপুর: চলতি বছরে শিক্ষক দিবসে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন দুর্গাপুরের শিক্ষক ডক্টর কলিমুল হক । এই খবরে গর্বিত শহরবাসী।
২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি ৷ বছর ঘুরতেই ফের সাফল্যের মুকুটে আরও এক পালক। এই বছর রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হলেন দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক।
রাষ্ট্রপতি পুরস্কারের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মনোনীত ৪৭ জন শিক্ষকের মধ্যে রয়েছেন দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে সম্মানিত করা হবে দেশের ৪৭ জন শিক্ষককে ৷ যে তালিকায় নাম রয়েছে দুর্গাপুরের ডক্টর কলিমূল হকেরও । পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া শিক্ষারত্ন পুরস্কারের পর শহর দুর্গাপুরের মুকুটে আরও একটি শ্রেষ্ঠত্বের শিরোপা রাষ্ট্রপতি পুরস্কারের সম্মান ৷ যা গর্বিত করবে এই শহরকেও ।
Jayanta Biswas