মন্দারমণি: মন্দারমণির সৈকতে ডলফিন! ডলফিনের সঙ্গে সেলফি তুলতে পর্যটকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ। শেষমেশ ত্রাতার ভূমিকায় মৎস্যজীবীরা। তাঁরাই নৌকায় করে ডলফিনটিকে ছেড়ে এলেন মাঝসমুদ্রে।
শনিবারের বিকেল। মন্দারমণির সৈকতে ছুটির মেজাজে পর্যটকরা। হঠাৎই চোখ আটকে গেল সমুদ্রে। সেখানে তখন সাঁতরে বেড়াচ্ছে একটি ডলফিন।
জোয়ারের তোড়ে হঠাৎই সৈকতের একেবারে নাগালে চলে আসে ডলফিনটি। ছুটে যান কয়েকজন পর্যটক। ডলফিনের সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায়। কয়েকজন ডলফিনের লেজ ধরে টানাহ্যাঁচড়াও করেন। ততক্ষণে নাজেহাল দশা ডলফিনটির।
শনিবার হওয়ায় ঘটনাস্থলে প্রশাসনের কারও দেখা মেলেনি। শেষমেশ ডলফিনটিকে নৌকায় তুলে মাঝসমুদ্রে ছেড়ে আসেন মৎস্যজীবীরাই। এর আগে মন্দারমণিতে বেশ কয়েকবার ডলফিনের দেহ ভেসে এলেও এই প্রথম সৈকতে জীবন্ত ডলফিনের দেখা মিলল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dolphin, Mandarmani