আসানসোল: চিকিৎসার গাফিলতির অভিযোগে একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল আসানসোলের লালগঞ্জ এলাকায়। মৃতের নাম শুক্লা মন্ডল।
চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ রেখে চিকিৎসকের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো মৃতার আত্মীয় ও এলাকাবাসী।এমনকি ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ।
আসানসোল উত্তর থানার লালগঞ্জ এলাকার ঘটনা।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। মৃতার পরিবারের অভিযোগ, দিন কয়েক আগে জ্বর নিয়ে শুক্লা মন্ডলকে প্রথমে লালগঞ্জের এক বেসরকারি ক্লিনিকের চিকিৎসকে দেখানো হয়।
আরও পড়ুন- আগুন কেড়ে নিল মেয়ের বিয়ের টাকা, রিক্সাচালক বাবা আজ সর্বহারা
চিকিৎসকের দেওয়া ওষুধ খেয়ে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর সেখানে চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে প্রথমে আসানসোল জেলা হাসপাতাল তারপরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- TMC নামের নতুন ব্যাখ্যা! বাংলা ভাষাতেই মমতাকে তীব্র আক্রমণ জে পি নাড্ডার
পরিবারের অভিযোগ, ওই চিকিৎসকের ভুলের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এরপরই মৃত ছাত্রীর পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা চিকিৎসকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানো হয়। ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযুক্ত চিকিৎসক কে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Asansol