• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ভুল চিকিৎসায় বাদ গেল শিশুর বীর্যনালি

ভুল চিকিৎসায় বাদ গেল শিশুর বীর্যনালি

ভুল চিকিৎসায় বাদ গেল শিশুর বীর্যনালি। অভিযুক্ত সরকারি হাসপাতালের এক চিকিৎসক।

ভুল চিকিৎসায় বাদ গেল শিশুর বীর্যনালি। অভিযুক্ত সরকারি হাসপাতালের এক চিকিৎসক।

ভুল চিকিৎসায় বাদ গেল শিশুর বীর্যনালি। অভিযুক্ত সরকারি হাসপাতালের এক চিকিৎসক।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #দমদম: ভুল চিকিৎসায় বাদ গেল শিশুর বীর্যনালি। অভিযুক্ত সরকারি হাসপাতালের এক চিকিৎসক। শিশুর পরিবারকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে কার্তিকচন্দ্র মণ্ডল নামে ওই চিকিৎসকদের বিরুদ্ধে।

  ইছাপুরের অরবিন্দপল্লির বাসিন্দা ওই শিশুটির ছোটবেলা থেকেই অণ্ডকোষে সমস্যা ছিল বলে তার পরিবারের দাবি। মাসখানেক আগে বিধানচন্দ্র শিশু হাসপাতালের ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয় শিশুটির পরিবারের। তিনি তাদের দমদমের একটি নার্সিংহোমের ঠিকানা দেন। নার্ভ অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। সেখানে অপারেশনের পর শিশুটির অবস্থা আরও খারাপ হয় বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার ।

  অন্য চিকি‍ৎসকের সঙ্গে যোগাযোগের পর তিনি জানান, শিশুর বীর্যনালি বাদ পড়েছে। কিন্তু অপারেশনের পর পুরো বিষয়টি গোপন করে যান কার্তিকবাবু। উল্টে বিষয়টি জানতে পেরে তিনি প্রথমে হুমকি দেন ও পরে বিষয়টি মিটিয়ে নিতে বলেন বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা।

  তবে চিকিৎসক জানান, রিপোর্ট দেখেই অপারেশন করা হয়েছে। শিশুটির নতুন কর অসুস্থ হওয়ার খবর তাঁর জানা নেই । একইসঙ্গে বীর্যনালি বাদ দেওয়ার কথাটি তিনি সম্পূর্ণ অস্বীকার করেন ৷

  দমদম থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। কিন্তু শিশুটির পরিবারের এখন একটাই চিন্তা, এসব জটিল অস্ত্রোপচার কাটিয়ে কবে সুস্থ হবে ওই একরত্তি শিশু।
  First published: