#হলদিয়া: শুভেন্দুর ছেড়ে যাওয়া হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে বসানো হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েলকে৷ তবে উল্লেখযোগ্য ভাবে এইচডিএ-র বোর্ডে আগের মতোই সদস্য হিসেবে রাখা হয়েছে তমলুকের সাংসদ এবং শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে৷
মন্ত্রিত্ব ছাড়ার সঙ্গে সঙ্গেই হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছিলেন শুভেন্দু অধিকারী৷ এর আগে এইচডিএ-র সিইও পদে ছিলেন বিভু গোয়েল৷ সেখান থেকে তাঁকে নদিয়ার জেলাশাসক পদে বদলি করা হয়েছিল৷ ফের বদলি হয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে ফেরেন তিনি৷ এবার তাঁকেই হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হল৷
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েল৷
বিভু গোয়েল জানিয়েছেন, পুর ও নগরোন্নয়ন দফতর থেকেই এইচডিএ-এর বোর্ড পুনর্গঠন করা হয়েছে৷ সেই নির্দেশিকাতেই তাঁকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে৷
হুগলি রিভার ব্রিজ কমিশন থেকেও পদত্যাগ করেছিলেন শুভেন্দু৷ সেই পদে ইতিমধ্যেই বসানো হয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে৷
Sujit Bhowmikনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Suvendu Adhikari, TMC