corona virus btn
corona virus btn
Loading

খাবার জল নিয়ে তর্ক-বিতর্ক, মাথা ফাটিয়ে দেওয়া হল মহিলার

খাবার জল নিয়ে তর্ক-বিতর্ক, মাথা ফাটিয়ে দেওয়া হল মহিলার
Photo- Representive

খাবার জল নিয়ে তর্ক-বিতর্ক

  • Share this:

#মহেশতলা:ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা থানার অন্তর্গত সন্তোষপুর ফকিরপাড়া জমি নিয়ে দুই পরিবারে বিবাদ ছিল৷ সোমবার সকালে নাজমা বিবি খাবার জল আনতে গেলে তখনই শুকুর আলী মোল্লা খাবার জল নিতে বাধা দেয় এরপর তর্কবিতর্ক হয় ৷

তখন পিছন থেকে শুকুর আলীর ছেলে সাইফুদ্দিন মোল্লা নাজমা বিবির মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে ওখানে নাজমা বিবি লুটিয়ে পরে ৷ রক্তাক্ত অবস্থায় তাকে মহেশতলা থানায় নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মাথায়  পাঁচটি   সেলাই পরে ৷ এরপর ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ এসে তদন্ত চালাচ্ছে ৷

আরও দেখুন

First published: November 4, 2019, 5:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर