#কলকাতা: কমিউনিস্টরা বরাবরই দেশের পরম্পরা, সংস্কৃতিকে অপমান করেন৷ বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ (Buddhadeb Bhattacharya Returns Padma Bhushan) প্রত্যাখ্যানের সিদ্ধান্তে এমনই মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ বিজেপি নেতাকে অবশ্য পাল্টা জবাব দিয়েছেন সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ তাঁর দাবি, দিলীপবাবুরাই আসলে দেশের পরম্পরা জানেন না৷
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়৷ যদিও এর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী পুরস্কার প্রত্যাখ্যান করে বিবৃতি দেন৷ দলের তরফেই সেই বিবৃতি প্রকাশ করা হয়৷ সংক্ষিপ্ত বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য স্পষ্ট জানান, এ বিষয়ে আগে থাকতে তাঁকে কিছুই জানানো হয়নি৷
আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্য ‘গোলাম’ নন, তিনি ‘আজাদ’ থাকতে চান, কাকে বিঁধলেন জয়রাম রমেশ ?
এ দিন সকালে মেদিনীপুর শহরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্ম সম্মান ফেরানো নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'পুরস্কার গ্রহণ করা না করা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত৷ কিন্তু কমিউনিস্টরা বরাবরই দেশের পরম্পরা, সংস্কৃতিকে অপমান করেন৷'
বিজেপি নেতার অভিযোগ, পদ্মভূষণ পুরস্কার নিয়েও রাজনীতি করা হচ্ছে৷ দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যসভার সাংসদ এবং সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ বিজেপি নেতাকে কটাক্ষ করে তাঁর জবাব, 'দিলীপবাবুরাই দেশের পরম্পরা সংস্কৃতি জানেন না৷ জানলে ব্রিটিশদের দালালি করতেন না৷ মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতেন না৷
আরও পড়ুন: পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ফিরল হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতি
দিলীপবাবু যে সরকারের হয়ে সওয়াল করছেন, তারা দেশকে বিভাজনের চেষ্টা করছেন৷ এটাই কি দেশের পরম্পরা? যদি তাই হয় তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে বুদ্ধদেব ভট্টাচার্য সঠিক কাজই করেছেন৷'
বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, পদ্মভূষণ পুরস্কার দিতে চেয়ে প্রকারন্তরে বুদ্ধদেব ভট্টাচার্যকে অপমানই করার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার৷ সিপিএম সাংসদ বলেন, 'যার নামের সঙ্গে দেশের অন্যতম প্রাচীন সৌধ বাবরি মসজিদ ধ্বংসের মতো অভিযোগ রয়েছে, সেই কল্যাণ সিং-কে পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে৷ আর বুদ্ধবাবুর মতো নিষ্কলুষ মানুষকে দেওয়া হচ্ছে পদ্মভূষণ৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।