হোম /খবর /দক্ষিণবঙ্গ /
মধ্যমণি দিলীপ, অথচ ঠাঁই হল না হিরণের! BJP-র দুই নেতার সংঘাতে এবার বিষয় 'হোডিং'

Bengal Bjp: মধ্যমণি দিলীপ, অথচ ঠাঁই হল না হিরণের! BJP-র দুই নেতার সংঘাতে এবার বিষয় 'হোডিং'

তীব্র সংঘাত দিলীপ ঘোষ হিরণ চট্টোপাধ্যায়ের মধ্যে

তীব্র সংঘাত দিলীপ ঘোষ হিরণ চট্টোপাধ্যায়ের মধ্যে

Bengal Bjp: নিজের বিধানসভা এলাকাতেই বিজেপি-র হোডিংয়ে বিরাট বড় করে দিলীপ ঘোষের ছবি থাকলেও তাঁর ছবি নেই। সেই সূত্রেই হিরণ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ''আমি হোর্ডিং পোস্টারে নেই। আমি মানুষের জন্য, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে চলেছি।''

  • Last Updated :
  • Share this:

#খড়গপুর: বিধানসভা নির্বাচনের পর থেকেই দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) মধ্যে সংঘাত ক্রমেই চরম সীমায় পৌঁছচ্ছে। খড়গপুরে (Kharagpur) বিজেপির গোষ্ঠীকোন্দল এখন রীতিমতো প্রতিদিনের চর্চার বিষয়। গত বৃহস্পতিবারই সেই ঠাণ্ডা লড়াই আবারও প্রকাশ্যে এসেছে। হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়ের অনুগামীরা। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই ফের নাম না করে দিলীপের বিরুদ্ধে অভিযোগ তুললেন খড়গপুরের বিজেপি (Bengal Bjp) বিধায়ক হিরণ। এবার নিজের বিধানসভা এলাকাতেই বিজেপি-র হোডিংয়ে বিরাট বড় করে দিলীপ ঘোষের ছবি থাকলেও তাঁর ছবি নেই। সেই সূত্রেই হিরণের কটাক্ষ, ''আমি হোর্ডিং পোস্টারে নেই। আমি মানুষের জন্য, মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে চলেছি।''

আসলে গত বৃহস্পতিবার বিকেলে খড়গপুরের ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি গেটে হিরণের কম্বল বিতরণ কর্মসূচি ছিল। সেই কাজের দেখভাল করছিলেন তৃষা চাকলাদার নামে স্থানীয় এক বিজেপি নেত্রী। তাঁর অভিযোগ, ওই দিন খড়গপুর শহর বিজেপির উত্তর মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ তাঁকে ফোন করে অনুষ্ঠান বন্ধ করার হুমকি দেন। জোর করে অনুষ্ঠান করলে, সেই কাজের ফল ভালো হবে না বলেও হুমকি দিয়েছিলেন তিনি। কিন্তু হিরণ চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীরা তাতে কর্ণপাত করেননি।

কিন্তু হিরণ চট্টোপাধ্যায় বেরিয়ে যেতেই তৃষা চাকলাদার সহ বাকিদের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধর, কুপ্রস্তাব সহ একাধিক অভিযোগ নিয়ে খড়গপুর টাউন থানার দ্বারস্থ হন তৃষা।

আরও পড়ুন: জাদুঘরে CPIM! 'ডিপফ্রিজের' পর নতুন আক্রমণে তৃণমূল, 'আসল' লক্ষ্য নিয়ে জল্পনা

সেই ঘটনার পরপরই এবার হোর্ডিং কাণ্ড। অভিযোগ, হিরণ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকায় বিজেপি-র একাধিক হোর্ডিংয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে অভিবাদন জানিয়ে তাঁকে মধ্যমণি করা হয়েছে। লেখা হয়েছে, 'অভিনন্দন দিলীপ ঘোষকে'। সেই হোর্ডিংয়ে রয়েছে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় নেতা অমিত মালব্য, এমনকী বিজেপি-র জেলা সভাপতি সৌমেন তিওয়ারিও ছবিও। কিন্তু হিরণ চট্টোপাধ্যায় সেখানে জায়গা পাননি।

আরও পড়ুন: সংসদের ৬৩ নম্বর ঘরে থাকবে নজর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেপ-টক নিয়ে জল্পনা তুঙ্গে

এ প্রসঙ্গে দিলীপ ঘোষের নাম না করে হিরণ বলেন, ''আমি মানুষের সঙ্গে, মানুষের জন্য কাজ করি। আমি ছবি লাগাই না নিজে। এ বিষয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয় জি-কে জানানো হয়েছে। দলের সংবিধান মেনে এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে শাস্তিও দেওয়া হবে আমাকে জানানো হয়েছে।'' যদিও হিরণের বক্তব্যকে গুরুত্বই দিচ্ছেন না দিলীপ ঘোষ। তাঁর পাল্টা কটাক্ষ, ''যে যার মতো ফটো লাগাতে পারে, কে কোথায় ফটো লাগায়, আমি জানি না। যে এমন বলছে, সে আমাদের পার্টির কালচার সম্পর্কে কিছু জানে না। আমাদের দলে কোনও অনুগামী হয় না। নীতি আদর্শের ভিত্তিতে কাজ হয়।''

Published by:Suman Biswas
First published:

Tags: Bengal BJP, Dilip Ghosh, Kharagpur